ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুইস গেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:০৪, ২৬ জানুয়ারি ২০১৬

সুইস গেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৫ জানুয়ারি ॥ স‍ুইস গেট খুলে দেয়ার দাবিতে বাউফলের নওমালা ইউনিয়নের উত্তর বটকাজল গ্রামের কৃষকরা সোমবার সকালে মানববন্ধন করেছে। তারা অভিযোগ করেন, নওমালার ইউনিয়নের মইশাদি বাজার খালের ওপর পানি উন্নয়ন বোর্ড একটি সøুইচ গেট নির্মাণ করলেও কৃষকদের সেটি কোন কাজে আসছে না। ওই সøুইচ গেটের কপাট আটকানো থাকায় পানির অভাবে তারা রবিশষ্য করতে পারছেন না। বিশেষ করে বোরো ধান চাষ নিয়ে তারা বিপাকে পড়েছেন। এর ফলে ওই ইউনিয়নের দুই সহস্রাধিক জমি সেচের অভাবে অনাবাদি থাকার আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের কাছে খাল, বগা বন্দর সংলগ্ন খাল, আদাবাড়িয়া ইউনিয়ের কাশিপুর খাল ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের মিয়াজান খালে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত সøুইচ গেট কৃষকদের কোন কাজে আসছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার কারণে এমন ঘটনা ঘটছে। তিনি এ বিষয়টি জেলা উন্নয়ন সভায় উপস্থাপন করবেন। পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, যথাসময় কৃষকের ক্ষেতে সেচ দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। অসৌজন্য আচরণ ॥ কর্মকর্তার বিচার দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৫ জানুয়ারি ॥ জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে এক নারী নেত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে আন্দোলনে নেমেছে জেলার বিভিন্ন নারী, এনজিও ও মানবাধিকার সংগঠনের কর্মী ও সদস্যরা। আন্দোলনকারীরা ওই নারী নেত্রীকে অবমাননাকর বক্তব্য ও মানহানিকর আচরণ করার প্রতিবাদে এবং কটূক্তিকারী জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার বিচারের দাবিতে সোমবার বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে। সোমবার সকালে জেলার বিভিন্ন নারী, এনজিও ও মানবাধিকার সংগঠনের কর্মী ও শতাধিক সদস্য শহরের রাজবাড়ি সড়কে বিক্ষোভ মিছিল বের করে। কুড়িগ্রামে ৫১ পরিবারে বিদ্যুত স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক এলাকায় সোমবার ৫১টি পরিবারকে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুত সমিতি সংযোগ প্রদান করে। সংযোগ প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক এমপি ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী। স্থানীয় মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের বাড়ির উঠানে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি চাষী আব্দুস ছালাম মাস্টার, পল্লী বিদ্যুতের জিএম প্রকৌশলী এসএম মোজাম্মেল হক, ডিজিএম কামরুজ্জামান, এজিএম মোঃ আব্দুল খালেক, আব্দুল করিম, আবুনুর মোঃ আক্তারুজ্জামান, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, এরশাদুননবী নবীন, শফিকুল ইসলাম সাকিব, আব্দুস সালাম, ইমতিয়াজ আহমেদ, সুমন কুমার রায় প্রমুখ।
×