ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে খেলার মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:০৩, ২৬ জানুয়ারি ২০১৬

রাজশাহীতে খেলার মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর উপশহরে স্কুলের খেলার মাঠে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে খেলোয়াড়রাসহ বিভিন্ন পেশার মানুষ। পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী কমিটির ব্যানারে সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী কমিটির সভাপতি জামাত খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, শাহজাহান আলী বরজাহান, রাজশাহী নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, সচেতন নাগরিক কমিটির সদস্য মনিরা রহমান মিঠি, বেলার বিভাগীয় সমন্বয়ক তন্ময় সন্যাল, এ্যাডভোকেট এন্তাজুল হক বাবু প্রমুখ। বক্তারা বলেন, যে মাঠে চর্চা করে রাজশাহীর খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে সুনাম করেছেন এখন সে খেলার মাঠ দখলের চক্রান্ত চলছে। একের পর এক খেলার মাঠ দখল করে বহুতল ভবন নির্মাণ করায় ক্রমেই সংকুচিত হচ্ছে খেলার মাঠ। বক্তারা অবিলম্বে খেলার মাঠে বহুতল ভবন নির্মাণকাজ বন্ধের জোর দাবি জানান। আগামী দুইদিনের মধ্যে নির্মাণকাজ বন্ধ করা না হলে বৃহত্তর কর্মসূচীর ঘোষণা দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়। প্রসঙ্গত, রাজশাহী নগরীর উপশহরে স্যাটেলাইট টাউন স্কুলের মাঠে শিক্ষা অধিদফতর বহুতল ভবন নির্মাণকাজ শুরু করেছে। ইতোমধ্যে সেখানে পাইলিং ও ঢালায় শুরু হয়েছে। নওগাঁয় গরু ব্যবসায়ীর লাশ হস্তান্তর নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৫ জানুয়ারি ॥ জেলার সাপাহার উপজেলার আদাতলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী গরু ব্যবসায়ী জয়নাল আবেদীনের (২৮) লাশ বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর হস্তান্তর করা হয়েছে। রবিবার রাত ৮টায় উপজেলার আদাতলা সীমান্তের ২৪১নং সীমান্ত পিলার এলাকায় বুড়িতলায় পুলিশের হাতে লাশ হস্তান্তর করে ভারতের মালদহ জেলার বামনগোলা থানার পুলিশ। বামনগোলা থানার এসআই কাজল কুমার দাস আনুষ্ঠানিকভাবে জয়নাল আবেদীনের লাশ হস্তান্তর করেন। লাশ গ্রহণ করেন সাপাহার থানার এসআই নিমাই কুমার রায়। পরে সাপাহার থানা পুলিশ জয়নালের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে। এ সময় পতœীতলা বিজিবি ১৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইকবাল আখতার, সাপাহার থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, বিএসএফ বটতলী কোম্পানী কমান্ডার কে কে দাস উপস্থিত ছিলেন। সাতক্ষীরা সীমান্তে গরুসহ আটক পাঁচ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে পাঁচটি গরুসহ পাঁচ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। সোমবার ভোরে উপজেলার চান্দুড়িয়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের লিটন, আকবার, ইব্রাহিম, কামাল ও মিলন। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আরমান হোসেন আটকের সত্যতা স্বীকার করেন।
×