ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

কুড়িগ্রামে পিতা-পুত্রসহ নিহত ৪ ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৫৯, ২৬ জানুয়ারি ২০১৬

কুড়িগ্রামে পিতা-পুত্রসহ নিহত ৪ ॥ বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ঘন কুয়াশার কারণে নাগেশ^রীর জামতলা এলাকায় নাইটকোচ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়। নিহতরা হলেন জাহাঙ্গীর আলম (৪৫), তার শিশুপুত্র জীম ইসলাম (১০) ও মিল্লাত হোসেন (৮)। অপরদিকে উত্তর ব্যাপারীহাট কদমতলায় মোটরসাইকেলের ধাক্কায় নুরজাহান বেগম (৫৫) নিহত হয়। নাগেশ^রীতে একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিক্ষুব্ধ লোকজন দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘাতক বাস আটক করতে সক্ষম হয়েছে। ড্রাইভার পলাতক। নাগেশ^রী থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস জানান, সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাইটটারী গ্রামের সাবেক মেম্বারের আবুল হোসেন ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) তার শিশুপুত্র জীম ইসলাম (১০) ও মিল্লাত হোসেনকে (৮) মোটরসাইকেলে নিয়ে নাগেশ্বরী কিন্ডারগার্টেন স্কুল ‘শিশু বিতানে’ আসছিল। কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের জামতলায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা ‘আদর’ এন্টারপ্রাইজ নামের নৈশকোচ ধাক্কা দেয়। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে জীম নিহত হয়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলম ও ছেলে মিল্লাত হোসেনকে উদ্ধার করে নাগেশ^রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রংপুর হাসপাতালে দুপুর দেড়টার দিকে জাহাঙ্গীর আলম ও শিশুপুত্র মিল্লাত হোসেন মৃত্যুবরণ করে। পুলিশের হস্তক্ষেপে সকাল ১০টার দিকে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। অপরদিকে সকাল ৮টায় একই সড়কের উত্তর ব্যাপারীহাট কদমতলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রায়গঞ্জ রতনপুর রাঙ্গালীরবস গ্রামের আব্দুস সবুরের স্ত্রী নুরজাহান বেগমকে (৫৫) পেছন থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে ডাক্তার তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায়। দুপুর ২টায় নুরজাহান মৃত্যুবরণ করে। ঝিনাইদহে কিশোর নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আল আমীন (১০) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ঝিনাইদহ-মাগুরা সড়কের নতুনবাড়িতে বাসের চাকায় পিষ্ট হয়ে সে নিহত হয়। আল আমীন সদর উপজেলার কালা-লক্ষ্মীপুর গ্রামের নসিমন চালক আহম্মদ আলীর ছেলে। চাঁদাবাজি বন্ধ ও নিরাপত্তা দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৫ জানুয়ারি ॥ ট্রাক বোঝাই চাল লুট, ড্রাইভার ও হেলপারকে গলা কেটে হত্যা, হাইওয়ে পুলিশের অব্যাহত চাঁদাবাজি বন্ধ ও পরিবহন মালিক-শ্রমিকদের জান-মালের নিরাপত্তার দাবিতে সোমবার কুষ্টিয়ায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার খাজানগর চালকল ও বাস-ট্রাক মালিক সমিতির যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সভায় হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার, হাইওয়ে পুলিশের বেপরোয়া চাঁদাবাজি বন্ধ ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো ছাড়াও পরিবহন মালিক-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে দেশব্যাপী পরিবহন বন্ধের হুমকি দেয়া হয়। গত ১৪ জানুয়ারি কুষ্টিয়ার খাজানগর মোকামের চাল ব্যবসায়ী ও ট্রাক মালিক মোহাম্মদ আলী জিন্নাহর চাল বোঝাই ট্রাক চট্টগ্রাম যাবার পথে রাতে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচরে পৌঁছালে একদল দুর্বত্ত অস্ত্রের মুখে ট্রাকটি ছিনিয়ে নেয় এবং ট্রাক ভর্তি চাল লুটসহ ট্রাকের ড্রাইভার রবিউল ইসলাম (২৫) ও হেলপার আশরাফুল ইসলাম বাবুকে গলা কেটে নৃংশসভাবে হত্যা করে। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ চালকল মালিক সমিতি, বাস-মিনিবাস মালিক সমিতি, ট্রাক মালিক গ্রুপ ও পরিবহন শ্রমিকদের উদ্যোগে সোমবার দুপরে কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকায় অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
×