ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাকৃবির ৭ম সমাবর্তন ২৩ ফেব্রুয়ারি

প্রকাশিত: ২১:১৯, ২৫ জানুয়ারি ২০১৬

বাকৃবির ৭ম সমাবর্তন ২৩ ফেব্রুয়ারি

বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সপ্তম সমাবর্তন আগামী ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এবছর মোট ৪ হাজার আটশত আট জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হচ্ছে। আজ সোমবার উপাচার্যের কার্যালয়ে আয়োজিত সংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। মতবিনিময় সভায় উপাচার্য জানান, এ বছর সমাবর্তন পাচ্ছে জুলাই-ডিসেম্বর/২০১০ হতে জানুয়ারি-জুন/২০১৪ সেমিস্টারে ¯œাতক ও ¯œাতকোত্তর এবং ২০১১ থেকে জুলাই ২০১৪ মধ্যে উত্তীর্ণ পিএইচডি শিক্ষার্থীরা। দিনব্যাপী সমাবর্তন অনুষ্ঠানের মধ্যে থাকবে সমাবর্তন র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাবর্তনের মূল অনুষ্ঠান শুরু হবে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের কাজ প্রায় শেষের দিকে বলেও জানান তিনি। এবছর ১৯১৯ জন ¯œাতক, ২৮৫১ জন ¯œাতকোত্তর এবং ৩৮ জন পিএইডি ডিগ্রি দেওয়া হচ্ছে। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম জাকির হোসেন, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো.আলমগীর হোসেন, শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার ফারুক হোসেন, জনসংযোগ বিভাগের পরিচালক ড. আমিনুর রহমান ছৌধুরী।
×