ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শীতের তীব্রতা আরও ২ দিন

প্রকাশিত: ১৮:২৯, ২৫ জানুয়ারি ২০১৬

শীতের তীব্রতা আরও ২ দিন

অনলাইন ডেস্ক॥ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তবে এ মুহূর্তে শৈত্যপ্রবাহ তীব্র হওয়ার কোনো আশঙ্কা করছে না আবহাওয়া অধিদফতর। এ অবস্থা আরও দুইদিন থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। রবিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, এক দিন আগে তা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আপাতত দেশে তীব্র শৈত্যপ্রবাহ আসার কোনো আশঙ্কা নেই। এখন দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও দু’ দিন অব্যাহত থাকতে পারে। দেশজুড়ে এখন যে শীতের তীব্রতা এটা স্বাভাবিক বলেও জানান ওই আবহাওয়াবিদ। শীত বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে শিশু ও বয়স্করা। সহায়-সম্বলহীন শহরের পথের মানুষগুলোর দুর্ভোগ সবেচেয়ে বেশি। সকালে ও রাতে রাজধানীর বিভিন্ন স্থানে শীতার্ত মানুষদের আগুন পোহাতে দেখা গেছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এবার শীত এসেছে বেশ দেরি করে। অগ্রহায়ণে শীত না পড়লেও পৌষের শুরুতে সারাদেশে শীত জেঁকে বসে। শৈত্যপ্রবাহও মৃদু থেকে মাঝারি হয়। গত ২৩ ডিসেম্বর (৯ পৌষ) সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এরপর তাপমাত্রা স্থিতিশীল বা আর না কমে বরং উল্টো বাড়তে থাকে। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিই ছিল।
×