ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজালালের নিরাপত্তায় জনবল বাড়ানো হয়েছে

প্রকাশিত: ০৮:৪৬, ২৫ জানুয়ারি ২০১৬

 শাহজালালের নিরাপত্তায় জনবল বাড়ানো হয়েছে

বিশেষ প্রতিনিধি ॥ সাম্প্রতিক বিশ্বের কতিপয় সন্ত্রাসী কর্মকা-ে জাতীয় নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক বিমান যোগাযোগ বজায় রাখার বিষয়টি বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল হয়ে উঠেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। রবিবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে সরকারী দলের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বজুড়ে বেসামরিক বিমান চলাচল তথা বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই ভাবে বাংলাদেশেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে অতিরিক্ত বেশকিছু পদক্ষেপ্র গ্রহণও চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বিমানবন্দরের নিরাপত্তাকাজে বিগত সময়ে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী আরও জানান, বিমানবন্দরের নিরাপত্তা বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা রয়েছে। এছাড়াও মন্ত্রী বলেন, বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনবলের ঘাটতি পূরণের জন্য অতিরিক্ত ২৫০ জন নিরাপত্তা সদস্য বেবিচকে জরুরী ভিত্তিতে সাময়িকভাবে যোগ করা হয়েছে। তিনি জানান, এই সিদ্ধান্তের আলোকে প্রাথমিকভাবে এক শ’ সদস্য বেবিচকে সংযুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে ৪০ জন বিমানবাহিনী, ৪০ জন পুলিশবাহিনী এবং ২০ জন আনসারবাহিনী থেকে যোগ হয়েছে।
×