ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর প্রবণতা বেড়েছে

প্রকাশিত: ০৮:৪৪, ২৫ জানুয়ারি ২০১৬

বাংলাদেশে শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর প্রবণতা বেড়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে নবজাতক এবং ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে মায়ের দুধ পান করানোর প্রবণতা বেড়েছে। ৪৭ শতাংশ নবজাতককে জন্মের এক ঘণ্টার মধ্যে মাতৃদুগ্ধ দেয়া হয় এবং ছয় মাস বয়স পর্যন্ত ৬৪ শতাংশ শিশুকে মায়ের দুধ পান করানো হয়। বিশেষজ্ঞদের মতে, জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে মায়ের দুধ দেয়া হলে নবজাতকের মৃত্যু হার ৩১ শতাংশ এবং ছয় মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ পান করালে অনুর্ধ ৫ বছর বয়সী শিশু মৃত্যু হার ১৩ শতাংশ রোধ করা যায়। রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশে বিশ্ব মাতৃদুগ্ধপানের হারের প্রবণতা ২০১৫’ এর প্রতিবেদন অবহিতকরণ সেমিনারে এ তথ্য জানানো হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত (জনস্বাস্থ্য ও বিশ্বস্বাস্থ্য) সচিব রোকসানা কাদের, স্বাস্থ্য অধিদফতরের অধ্যাপক ডাঃ দীন মোঃ নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. এস কে রায়। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিসেফের পুষ্টি বিশেষজ্ঞ মায়াং সারি। আর স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক ডাঃ মোঃ মউসুদ হোসেন।
×