ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যারা স্বাধীনতা নিয়ে কটাক্ষ করে তাদের ধিক্কার ॥ তোফায়েল

প্রকাশিত: ০৭:৫৯, ২৫ জানুয়ারি ২০১৬

যারা স্বাধীনতা নিয়ে কটাক্ষ করে তাদের ধিক্কার ॥  তোফায়েল

সংসদ রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শহীদের সংখ্যা নিয়ে কটাক্ষ করায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে বলেছেন, ভাবতে আমার অবাক লাগে, এই বাংলাদেশে ডিসেম্বর মাসে খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখা নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছেন। মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ মানুষ শহীদ হয়েছেন, তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আর খালেদা জিয়া এটা নিয়ে কটাক্ষ করলেন? যারা স্বাধীনতা নিয়ে কটাক্ষ করে তাদের ধিক্কার জানাই। তাদের প্রতি ঘৃণা প্রকাশ করি। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার সংসদ অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে তিনি এসব কথা বলেন। ঊনসত্তরের গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ওই অভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদ দীর্ঘ স্মৃতিচারণ করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শূন্য হাতে যাত্রা শুরু করা বাংলাদেশ এখন তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক বিশ্বে বিস্ময়কর ও মিরাকল’ বলে অভিভূত হয়েছে। যে বাংলাদেশ বঙ্গবন্ধু সৃষ্টি করে গেছেন- সেই বাংলাদেশ আজকে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। যে বাংলাদেশ শূন্য হাতে বঙ্গবন্ধুর নেতৃত্বে যাত্রা শুরু করেছিল, সেই বাংলাদেশ আজকে আন্তর্জাতিক বিশ্বে বিস্ময়কর। আমরা যেখানেই যাই সেখানেই উন্নতি দেখে বলে সত্যিই মিরাকল। ‘বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করা এবং সোনার বাংলা গড়ে তোলা’- এই দুটো স্বপ্ন দেখতেন দাবি করে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদ বলেন, আজকে এটাই সম্ভব হচ্ছে বঙ্গকন্যা শেখ হাসিনার নেতৃত্বে। সেদিন বেশি দূরে নয় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তাঁরই কন্যার নেতৃত্বে দেখতে পাব। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই পথেই এগিয়ে চলছি। এর আগে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের এই নায়ক তখনকার অভ্যুত্থানের বিভিন্ন ঘটনাক্রম ও স্মৃতিও রোমন্থন করেন। তোফায়েল আহমেদ ছাড়াও পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখেন স্বতন্ত্র সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফারাজী।
×