ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাত হিযবুতসহ ১৬ শিক্ষার্থীকে ঢাবি থেকে বহিষ্কার

প্রকাশিত: ০৭:৫৫, ২৫ জানুয়ারি ২০১৬

সাত হিযবুতসহ ১৬ শিক্ষার্থীকে  ঢাবি থেকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার ॥ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরিরের ৭ সদস্যসহ ১৬ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানান, এই শিক্ষার্থীদের বিরুদ্ধে ঘোরতর অভিযোগ প্রমাণিত হওয়ায় এমন কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদের ৭ জন হিযবুত তাহরির সদস্য। বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে এদের সরাসরি সম্পৃক্ততা ছিল। বহিষ্কৃত ৬ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির জন্য গ্রেফতার হন। টিএসসিতে রাতে এক ছাত্রীকে যৌন হয়রানি করায় বহিষ্কার হন এক ছাত্র। অপরজন সোহরাওয়ার্দী উদ্যানে বান্ধবীকে জিম্মি করে তার ছেলে বন্ধুর কাছ থেকে এটিএম কার্ড ছিনিয়ে নেন। এ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নেন। আলোচিত এই ঘটনার সঙ্গে যুক্ত থাকায় চিরকালের জন্য বহিষ্কার করা হয় তাকেও। অমর একুশে হলে ভাংচুরের ঘটনায় বহিষ্কার করা হয় আরেক ছাত্রকে। সব মিলিয়ে ১৬ ছাত্র বহিষ্কার হন বলে জানান প্রক্টর।
×