ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কল্যাণপুরে বস্তি উচ্ছেদে নিষেধাজ্ঞা চেম্বার জজ আদালতের বহাল

প্রকাশিত: ০৭:৫২, ২৫ জানুয়ারি ২০১৬

কল্যাণপুরে বস্তি উচ্ছেদে নিষেধাজ্ঞা চেম্বার জজ আদালতের বহাল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কল্যাণপুরের নতুনবাজার পাইকপাড়ায় পোড়া বস্তি উচ্ছেদ কার্যক্রমে হাইকোর্টের দেয়া তিন মাসের নিষেধাজ্ঞা স্থগিত করেনি চেম্বার জজ আদালত। ফলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং এ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের জমি থেকে বস্তি উচ্ছেদ না করতে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকছে। এ নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন সুপ্রীমকোর্টের আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটির শুনানির দিন ধার্য করা হয়েছে। অন্যদিকে চাঁদপুরের পাঁচ উপজেলার ১২৭ বীর মুক্তিযোদ্ধার ভাতা স্থগিতকরণ ও চূড়ান্ত গেজেট প্রকাশে বিলম্ব কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রবিবার চেম্বার জজ ও হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। কল্যাণপুরের নতুনবাজার পাইকপাড়ায় পোড়া বস্তি উচ্ছেদ কার্যক্রমে হাইকোর্টের দেয়া তিন মাসের নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে। চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত রবিবার এ আদেশ প্রদান করেছেন। গত বৃহস্পতিবার ওই বস্তি (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং এ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের জমি) উচ্ছেদ কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দেন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক আবেদনের শুনানি নিয়ে এ নিষেধাজ্ঞার পাশাপাশি যথাযথ আইনী প্রক্রিয়া ছাড়া ওই বস্তি উচ্ছেদ ও বস্তির বাসিন্দাদের হয়রানি না করতেও নির্দেশ দেয় হাইকোর্ট। এ নিষেধাজ্ঞার স্থগিতাদেশ চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ১২৭ মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে রুল ॥ চাঁদপুরের পাঁচ উপজেলার ১২৭ বীর মুক্তিযোদ্ধার ভাতা স্থগিতকরণ ও চূড়ান্ত গেজেট প্রকাশে বিলম্ব কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। পৃথক চারটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
×