ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পৌর ভোটে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু আওয়ামী লীগের

প্রকাশিত: ০৭:৫১, ২৫ জানুয়ারি ২০১৬

পৌর ভোটে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু আওয়ামী লীগের

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা মাথায় রেখে পৌরসভা নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থী ও তাদের সহযোগিতাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিদ্রোহী মেয়র প্রার্থীদের কেন দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে চিঠি পাঠাতে শুরু করেছে দলটি। চিঠির জবাবের পর তা বিশ্লেষণ করে দলীয় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠক থেকে দলীয় নির্দেশ অমান্যকারীদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করবে তারা। রবিবার ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত গ্রহণের পর রবিবার থেকেই বিদ্রোহী প্রার্থীদের বরাবর কারণ দর্শানোর চিঠি পাঠানো শুরু করেছে আওয়ামী লীগ। বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন। বৈঠক সূত্রে জানা গেছে, ১৫ কার্যদিবসের মধ্যে জবাব দেয়ার সময়সীমা বেঁধে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এসব কারণ দর্শানোর চিঠি পাঠানো হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ উপযুক্ত জবাব দিতে না পারলে তাকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। আর যারা কোন জবাব দেবেন না তাদের ক্ষেত্রে বহিষ্কারাদেশ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে। এ প্রসঙ্গে মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের জানান, পৌর নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্যকারী বিদ্রোহী প্রার্থীদের কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে চিঠি পাঠানো শুরু হয়েছে। ১৫ কার্যদিবসের মধ্যে বিদ্রোহী প্রার্থীদের কারণ দর্শানোর নোটিসের জবাব দিতে হবে। তিনি বলেন, চিঠির জবাব আসার পর তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। আর যারা কোন জবাব দেবেন না তাদের ক্ষেত্রে বহিষ্কারাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে। পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের কতজন বিদ্রোহী প্রার্থী ছিলেন- জানতে চাইলে হানিফ জানান, ৬০ থেকে ৬৫ জনের মতো হবে। পৌর নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে যেসব বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন, তাদেরও আর দলে ফেরত নেবে না দলটি। তাদের দলে ফেরত নিলে ভবিষ্যতে বিদ্রোহী প্রার্থিতা সামাল দেয়া কঠিন হবে, এ বাস্তবতা উপলব্ধি করেই বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে এমন কঠোর অবস্থান গ্রহণ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেনÑ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপ্ন, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস প্রমুখ।
×