ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টঙ্গীবাড়িতে আলু জমিতে ছত্রাক

প্রকাশিত: ০৭:০০, ২৫ জানুয়ারি ২০১৬

টঙ্গীবাড়িতে আলু জমিতে ছত্রাক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার বিস্তীর্ণ জমিতে আলুগাছে নাবী ধসাসহ আগাম ধ্বসা বা পাতার দাগ রোগ দেখা দিয়েছে। এর আগে পাশের সিরাজদিখান উপজেলায় এ রোগ দেখা দেয়। অলটারনারিয়া সোলানাই নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে। নিচের পাতায় ছোট ছোট বাদামি রঙের কৌণিক দাগ পড়ে। আক্রান্ত অংশে বাদামি এলাকার সঙ্গে পর্যায়ক্রমে কালচে রংয়ের চক্রাকার দাগ পড়ে। পাতার বোঁটা ও কা-ের দাগ অপেক্ষাকৃত বড় ধরনের হয়। এ রোগের কারণে গাছ হলদে হয়ে যাচ্ছে পাতা ঝরে পড়ছে এবং অকালে গাছ মরে যাচ্ছে। আলু ক্ষেতের এ রোগের কারণে কৃষকের মাথায় হাত। বিস্তীর্ণ জমিজুড়ে নাবী ধ্বসা রোগে দেখা দেয়ায় হতাশায় পড়েছে কৃষক। ঘন কুয়াশা আর তাপমাত্রার ওঠা-নামার কারণে এমনটি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় ছত্রাকনাশক স্প্রে করে যাচ্ছে কৃষক। এ অবস্থা অব্যাহত থাকলে আলুর ফলন আশানুরূপ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সিরাজদিখান উপজেলা কৃষি অফিসার আবুল কালাম আজাদ জানান, ‘আক্রান্ত জমির বেশির ভাগই অ্যাস্টারিক্স জাতের। কৃষকদের এ রোগের প্রকোপ সম্পর্কে সচেতন ও আগাম সতর্কীকরণ বার্তা প্রচার করতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছে।’
×