ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দ্বিতীয় প্রান্তিকে পদ্মা অয়েলের ইপিএস কমেছে ২৭ শতাংশ

প্রকাশিত: ০৬:৫৪, ২৫ জানুয়ারি ২০১৬

দ্বিতীয় প্রান্তিকে পদ্মা অয়েলের ইপিএস কমেছে ২৭ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে প্রায় ২৭ শতাংশ। আগের হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির এ আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর ’১৫ থেকে ডিসেম্বর ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী কোম্পানি শেয়ারপ্রতি আয় করেছে ৩.১৪ টাকা। আগের বছরে একই সময়ে কোম্পানির এ আয়ের পরিমাণ ছিল ৪.৩০ টাকা। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানির শেয়ারপ্রতি আয় কমেছে ২৬.৯৭ শতাংশ। অপরদিকে দ্বিতীয় অর্ধবর্ষে (জুলাই ’১৫ থেকে ডিসেম্বর ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী পদ্মা অয়েলের শেয়ারপ্রতি আয় হয়েছে ৭.৫০ টাকা।
×