ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আকদ-এর সাজ

প্রকাশিত: ০৬:৪৯, ২৫ জানুয়ারি ২০১৬

আকদ-এর সাজ

দিন যতই গড়াচ্ছে মানুষ তত বেশি ব্যস্ত হয়ে পড়ছে। আর এ ব্যস্ততা নিজের প্রতি যতœ নেয়ার অবসরটুকু দেয় না। যে কারণে বিশেষ কোন অনুষ্ঠানের প্রস্তুতি নিতে মেয়েরা ভিড় জমায় বিউটি পার্লারে। যার ফলশ্রুতিতে আকদ-এর সাজ সম্পন্ন হয়ে থাকে পার্লারে। তবে আকদ-এর সাজ গায়ে হলুদ, বিয়ে কিংবা বৌভাতের তুলনায় হাল্কা হয়ে থাকে। সাজের সব উপকরণ ব্যবহৃত হলেও ভারি সাজের প্রভাব তাতে থাকে না। একটু খোলা চুল কিংবা কার্লি স্টাইলে রাখা হয় চুলের সাজ। শাড়ি এবং জুড়ির ওপর বেজ মেকআপ করা হয়ে থাকে। হাল্কা সাজের প্রতিবিম্ব দেখা যায় বিয়ের আসরে। অর্থাৎ আকদ-এর দেখে সবাই সবাই ধারণা করে নেয় বিয়ের সাজে কনেকে কেমন লাগবে। তবে এ সময়টায় প্রথম দেখাদেখি হয়ে থাকে বর কনের। বদল হয় আংটির। বাংলায় একটা প্রবাদ আছে প্রথম দর্শনেই ভালোলাগা। আকদ ঠিক তাই। প্রথম দেখাতেই বর কনে যেন একে অপরের মন জয় করতে পারে সে প্রস্তুতি রাখা উচিত উভয়েরই। একটা সময় দেখা যেত শুধু কনেই সেজেগুজে বসে থাকতো আর বর কোনরকম সাজসজ্জা ছাড়াই চলে আসতো। এখন দিন পাল্টেছে, কনের পাশাপাশি জামাই বাবাজিও ছুটছেন জেন্টস পার্লারে। নিজেকে তৈরি করে নিচ্ছেন ফিটফাট বাবু হিসেবে। যার প্রভাব পড়ে আংটি বদল অনুষ্ঠানে। দুজনকেই বেশ অপরূপ লাগে। যার অন্যরকম এক আভা ছড়ায় পুরো অনুষ্ঠানে।
×