ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৪৫, ২৫ জানুয়ারি ২০১৬

টুকরো খবর

পাঁচ শ’ বিএনপি নেতাকর্মী আ’লীগে স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আসজাদুর রহমান মান্নু মিঞা আনুষ্ঠানিকভাবে রবিবার আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এছাড়া বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির অর্ধ সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাসের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা যোগদান করেন। এ উপলক্ষে শহীদ সাটু হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোহারে মানববন্ধন সংবাদদাতা, দোহার-নবাবগঞ্জ, ঢাকা, ২৪ জানুয়ারি ॥ দোহার উপজেলায় বৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৫ শতাংশ জমি জাল দলিল করার সঙ্গে সম্পৃক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১টার দিকে স্কুল প্রাঙ্গণে বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার ও প্লাকার্ড নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে শিক্ষার্থীদের অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যসহ প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সম্প্রতি বিদ্যালয়ের আওতাধীন ১৫ শতাংশ জমি ভুয়া দলিল দাতা সাজিয়ে জাল দলিল করে নেয় একটি কুচক্রী মহল। মাদারগঞ্জে হামলায় আহত ৪ নিজস্ব সংবাদদাতা জামালপুর, ২৪ জানুয়ারি ॥ মাদারগঞ্জ উপজেলার জনকণ্ঠ পত্রিকার এজেন্ট পৌর শহরের বানীকুঞ্জ এলাকার দুলাল আকন্দের বাড়িতে জমি বিষয়ক বিরোধের জের ধরে হামলায় বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গাছ থেকে সুপারি পাড়তে আসে একই এলাকার বাদশার লোকজন। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে লাঠিসোঁঠা নিয়ে দুলাল আকন্দের বাড়িতে হামলা চালায় এবং বাড়িঘর ভাংচুর করে। এ সময় তার ছেলে রঞ্জু মিয়া (৩৫), ছেলের বউ আরিফা (২০), মেয়ে বেবি (৩০) ও স্ত্রী হাছনা বেগম আহত হয়। গুরুতর আহত রঞ্জু মিয়া ও আরিফা মাদারগঞ্জ সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপর দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গণহিস্টোরিয়ায় ১৫ শ্রমিক আক্রান্ত নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৪ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ডিএনভি ক্লোথিং লিমিটেড নামক কারখানায় হিস্টোরিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ১৫ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ৯ জনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যরা আদমজী ইপিজেডে চিকিৎসা নিয়েছে। এ সময় অন্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সোয়া ১০টায়। জানা গেছে, আদমজী ইপিজেডের ডিএনভি ক্লোথিং লিমিটেড কারখানায় দুই হাজার ৬শ’ শ্রমিক কাজ করছে। সকাল সোয়া ১০টার দিকে ১৫ শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে ৯ শ্রমিককে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আদমজী ইপিজেডেই ৬-৭ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। অসুস্থ শ্রমিকরা হলোÑ নাসিমা, সুফিয়া, হাসিনা, শারমিন, সালমা, জেসমিন, শাহিদা, জহুরা, কামরুন্নাহার। নীলফামারীতে উদ্ভাবনী মেলা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রূপকল্প ২০২১ সফল বাস্তবায়ন এবং জনগণের দোরগোড়ায় ই-সেবা পৌঁচ্ছে দেয়ার অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জেলা পর্যায়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। রবিবার বেলা ১১টায় বর্ণাঢ্য আয়োজনে শহরে বিশাল র‌্যালি ও মেলা চত্বরে বেলুন উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। জেলা শহরের স্থানীয় শহীদ মিনার মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও দর্শক ভিড় করছে। মেলা চলবে সোমবার রাত ৮টা পর্যন্ত। মেলার মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে ডিজিটাল সেন্টার বিষয়ক সেমিনার, আইসিটি বিষয়ক কুইজ ও ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মাল্টিমিডিয়া ক্লাসরুম বিষয়ক সেমিনার, ইনোভেশন বিষয়ক সেমিনার, আইসিটি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ শহরে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে শহরের নয়নপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ডি এম রুহুল আমিন রিমনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানি। অভিযানে ৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রায় এক শ’ ফুট অবৈধ পাইপলাইন উঠানো হয়। অবৈধ সংযোগ স্থাপনের অভিযোগে ৮ জনকে ২০ হাজার টাকা জরিমানা ও ৮টি গ্যাস রাইজার জব্দ করা হয়। এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানি লিঃ ব্যবস্থাপক মোঃ মনিরুল হক, সহকারী প্রকৌশলী মোঃ সেলিম খানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুকরো খবর ২১ গরুসহ তিন ভারতীয় আটক নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৪ জানুয়ারি ॥ কামারপাড়া সীমান্ত থেকে ২১টি গরুসহ ৩ ভারতীয় নাগরিক আটক করেছে বিজিবি। রবিবার সকালের দিকে আটকের ঘটনাটি ঘটে। জানা গেছে, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়। এ সময় দামুড়হুদা উপজেলার কামারপাড়া গ্রামের একটি আমবাগান থেকে তিন ভারতীয় নাগরিককে আটক করে। আটককৃতরা হলেন ভারতের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার মুত্রাপুর গ্রামের বাবন ঘোস, গোবিন্দপুর গ্রামের সুজয় হালদার ও রজত বিশ্বাস। এদের কাছ থেকে ২১টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গরুগুলো কাস্টমসে জমা দেয়া হয়েছে। বিদ্যুতস্পৃষ্টে চালকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৪ জানুয়ারি ॥ ভোলায় বিদ্যুতপৃষ্ট হয়ে ফারুক (৪৫) নামের এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। নিহত ফারুক সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুলতান আহমেদের ছেলে। বরিবার সকাল ৭টায় মহাজনপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ফারুক সকালে তার অটোরিক্সা বিদ্যুতের চার্জ থেকে খুলতে যায়। এ সময় সে শক খেয়ে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইবি ছাত্রের বিরুদ্ধে মামলা ইবি সংবাদদাতা ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে কটূক্তিকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাকে কুষ্টিয়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে কটূক্তিকারী বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসানের বিরুদ্ধে রবিবার মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কাজীর জরিমানা নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৪ জানুয়ারি ॥ লোহাগড়া উপজেলার ইতনায় বাল্যবিয়ের দায়ে নিকাহ রেজিস্টার রুহুল্লাকে ২০ হাজার এবং মেয়ের বাবা রেজাউল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা তার কার্যালয়ে এ জরিমানা করেন। স্কুল ভবন উদ্বোধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগর উপজেলার মত্তগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন হয়েছে। রবিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সুকুমার রঞ্জন ঘোষ এমপি। মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৪ জানুয়ারি ॥ আক্কেলপুর উপজেলার মোহনপুর খাল থেকে রবিবার সকালে মোজাহার আলী (৭০) নামে এক মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি আক্কেলপুর উপজেলার চেয়ারী গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে মোজাহার আলী বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। ভেটেরিনারি গবেষক সম্মেলন বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশের ভেটেরিনারি শিক্ষা ও গবেষণার উত্তরণ উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এ্যান্ড রিসার্চের দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন রবিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শেষ হয়েছে। শনিবার সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আকবর। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গোলাম শাহী আলম। লেখক সম্মেলন স্টাফ রিপোর্টার, ঈশ^রদী ॥ আলোকিত আগামীর প্রত্যয়ে জেগে উঠো বাংলাদেশ এই সেøাগান সামনে রেখে অরুণিমার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী বাংলাদেশ সুগার ক্রপ ইনস্টিটিউটের মিলনায়তনে অরুণিমার প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মেলনের প্রথমপর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুগার ক্রপ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মুহম্মদ খলিলুর রহমান। নাসরিন নিহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ আব্দুর রশিদ চৌধুরী, সারোয়ার জাহান, আকতার হোসেন, ড. কুয়াসা মাহমুদ ও ইফতেখারুল ইসলাম। ইয়াবা উদ্ধারের সোর্স সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ইয়াবা উদ্ধারের সোর্স সন্দেহে টেকনাফে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। টেকনাফের সাবরাং হারিয়াখালীর বাড়ি থেকে শনিবার রাত ১২টায় হত্যার শিকার যুবক মোহাম্মদ হোসেনের (২২) লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত যুবক সাবরাং হারিয়াখালীর সোনা মিয়ার পুত্র। টেকনাফ থানার ওসি (তদন্ত) কবির হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে কোস্টগার্ড সদস্যরা টেকনাফের শহাপরীর দ্বীপের নাফ নদীতে একটি নৌকা থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে। ইয়াবার মালিক ওই অভিযানের সোর্স সন্দেহে ট্রলারের মাঝি হোসেনকে শনিবার রাতে বেদম মারধর করলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। কেশবপুর আ’লীগ সভাপতি-সম্পাদকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৪ জানুয়ারি ॥ কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পদত্যাগের দাবিতে রবিবার বিকেলে কেশবপুরে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ করেছে।
×