ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোরেলগঞ্জে নারীসহ ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

প্রকাশিত: ০৬:৪৪, ২৫ জানুয়ারি ২০১৬

মোরেলগঞ্জে নারীসহ  ভুয়া এনএসআই  কর্মকর্তা আটক

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে ভাল রিপোর্ট দেয়ার নামে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার সময় সোহাগ মোল্লা ওরফে রাহুল (৩৪) নামে এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে তেতুলবাড়িয়া বাজার থেকে তাকে জান্নাতি ইসলাম সুখী (১৯) নামে এক নারী সহকর্মীসহ আটক করা হয়। আটক রাহুল শরণখোলা উপজেলার কালিবাড়ি গ্রামের তোতাম্বর আলীর ছেলে এবং সুখী মংলার সেলিম হাওলাদারের মেয়ে। জানা গেছে, সোহাগ মোল্লা আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের কাছে নিজেকে এনএসআই’র কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের পক্ষে রিপোর্ট দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়। বিষয়টি এক পর্যায়ে একটি আইন প্রয়োগকারী সংস্থার গোচরে আসলে তারা নজরদারি করে হাতেনাতে ধরে ফেলে। ঘটনার সময় ওই কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক সোহাগ বারইখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এইচ এম মুরাদ হোসেনের কাছ থেকে নগদ টাকা গ্রহণ করছিলেন। বেস্ট ডেলিগেট স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জাতীয় পর্যায়ে বেস্ট ডেলিগেট হয়েছেন দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। শুক্র ও শনিবার আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের জাতীয় সম্মেলনে তিন সদস্যের উচ্চ পর্যায়ের প্যানেল অব জাজ এই সিদ্ধান্ত গ্রহণ করেন। সিলেটে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স জিমনেসিয়ামের সম্মেলনে দেশের ১শ’ ১০টি ক্লাবের ডেলিগেটরা অংশ নেন। উদ্বোধনীতে অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি অধ্যাপক ড. একে আব্দুল মোমেন, অস্ট্রেলিয়া থেকে আসা এপেক্স গ্লোবালের চেয়ারম্যান কেটে হুত ও জাতীয় সভাপতি এ্যাডভোকেট সৈয়দ নুরুর রহমান প্রমুখ। শনিবার রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। মুন্সীগঞ্জ এপেক্স ক্লাব অনুষ্ঠানে সেবা পরিচালকের বেস্ট সার্ভিস ক্লাব ও টপটেনের প্রথম সভাপতিসহ ৮টি সম্মানে ভূষিত হন ২০১৫ বর্ষে ক্লাবটির নেতৃত্বদানকারী উজ্জ্বল। চট্টগ্রামে শপথ নিলেন ১৫ পৌর মেয়র কাউন্সিলররা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ তিন পার্বত্য জেলার ৫ মেয়রসহ চট্টগ্রামের ১৫ পৌরসভায় নির্বাচিত মেয়ররা শপথ নিয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার রুহুল আমিন। মেয়রদের সঙ্গে একই অনুষ্ঠানে এই ১৫ পৌরসভায় নির্বাচিত কাউন্সিলররাও শপথ গ্রহণ করেছেন।
×