ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আমতলীতে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ

প্রকাশিত: ০৬:৪২, ২৫ জানুয়ারি ২০১৬

আমতলীতে ডায়রিয়া ও  নিউমোনিয়ার প্রকোপ

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা), ২৪ জানুয়ারি ॥ বরগুনার আমতলী উপজেলায় ডায়েরিয়া ও নিউমোনিয়া রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। গত এক মাসে হাসপাতালে ৮২ জন আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। তবে বিভিন্ন গ্রামে তিন শতাধিক শিশু ও প্রাপ্ত বয়স্ক লোক আক্রান্ত হয়েছে বলে একাধিক সূত্র থেকে জানা গেছে। আমতলী হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলায় গত এক মাসে ডায়েরিয়াতে ৬২ ও নিউমোনিয়াতে ২০ শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। উপজেলার সদর ইউনিয়ন, চাওড়া, হলদিয়া ও কুকুয়া ইউনিয়নে ডায়েরিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বেশি দেখা যাচ্ছে। হাসপাতালের জরুরী বিভাগ ও পরিসংখ্যান বিভাগের আক্রান্তের সংখ্যায় গড়মিল রয়েছে। সরকারীভাবে আক্রান্তের সংখ্যা ৮২ জন হলেও বেসরকারীভাবে আক্রান্ত রোগীর সংখ্যা তিন শতাধিকের বেশি বলে স্থানীয় বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ রোগী স্থানীয় গ্রাম্য চিকিৎককের কাছে চিকিৎসা নিচ্ছে। রবিবার আমতলী হাসপাতাল ঘুরে দেখা গেছে, অনেক রোগী হাসপাতালের বেডে ও মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছে। হলদিয়া গ্রামের জেলেন চৌকিদার তার ১ মাস ২১ দিন বয়সের নিমোনিয়ায় আক্রান্ত ছেলে হাসানকে হাসপাতালে এসেছে। হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ তাপস চন্দ্র ম-ল জানান, হাসপাতালে পর্যাপ্ত আইভি সেলাইন ও এন্টিভায়োটিক ইনজেকশন রয়েছে। আমতলী উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ এমএ মতিন জানান, আবহাওয়াজনিত কারণে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলার জন্য মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে।
×