ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইনশৃঙ্খলা বাহিনীর নামে তুলে নেয়ার অভিযোগ

টেকনাফে ৪০ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ীর

প্রকাশিত: ০৬:৪১, ২৫ জানুয়ারি ২০১৬

টেকনাফে ৪০ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ীর

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর ৪০ দিন ধরে নিখোঁজ রয়েছে টেকনাফের ব্যবসায়ী মাওলানা আতাউল্লাহ (৫৪) নামে এক ব্যক্তি। রবিবার সকালে কক্সবাজার প্রেসক্লাবে পরিবারের সদস্যরা সাংবাদিকদের কান্নাজড়িত কণ্ঠে জানান, গত বছরের ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় টেকনাফের হ্নীলা স্টেশনের দারুস সুন্নাহ মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় তাদের উপার্জনক্ষম গৃহকর্তাকে। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে টেকনাফ থানা পুলিশ ও কক্সবাজারের র‌্যাব ক্যাম্পে যোগাযোগ করা হলেও তারা কিছুই অবগত নন বলে জানান। নিখোঁজ আতাউল্লাহর বড় ছেলে মোহাম্মদ হামেদ জানান, তার বাবা কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন, থানা কিংবা আদালতে তার বাবার বিরুদ্ধে কোন মামলাও নেই। বৈধ ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। আজ দেড় মাস ধরে তার বাবার কোন হদিস না পেয়ে আট ভাইবোন নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন তারা। তিনি নিখোঁজ থাকায় বতর্মানে তার ছোট ছোট আট ছেলেমেয়ে ও স্ত্রী চরম অর্থকষ্টে দিনাতিপাত করছে। সংবাদ সম্মেলনে মাওলানা আতাউল্লাহর স্ত্রী, আট সন্তান ও আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।
×