ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বুধবার শুরু যুব বিশ্বকাপ উত্তেজনা

প্রকাশিত: ০৬:৩৬, ২৫ জানুয়ারি ২০১৬

বুধবার শুরু যুব বিশ্বকাপ উত্তেজনা

স্পোর্টস রিপোর্টার ॥ নিরাপত্তা শঙ্কার ওজর দেখিয়ে প্রথমে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফর বাতিল করে। গত বছর অক্টোবরে নির্ধারিত সফরটি করেনি তারা। এবার অনুর্ধ-১৯ দলও পাঠায়নি একই শঙ্কার কথা জানিয়ে। তবে এবার কোন দ্বিপাক্ষিক সিরিজ নয়, ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ খেলার জন্য দল পাঠায়নি তারা। মাঝে আর একদিন, এরপরই বাংলাদেশে শুরু হচ্ছে ১১তম যুব বিশ্বকাপ ক্রিকেট। অস্ট্রেলিয়ার যুবারা না আসায় সুযোগ পেয়েছে আয়ারল্যান্ড অনুর্ধ-১৯ দল। সবার আগে বাংলাদেশে আসে ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ-১৯ দল। তবে অস্ট্রেলিয়ার শঙ্কার বিষয়টি জেনে তাৎক্ষণিকভাবে আইরিশরাও আসার ক্ষেত্রে কিছুটা দ্বিধায় ছিল। অবশেষে শুধু আইরিশ যুবারাই নয়, বিশ্বকাপে অংশগ্রহণকারী ১৬ দলই বাংলাদেশে অবস্থান করছে। মূল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচও খেলছে সব দল। আজই সেই প্রস্তুতি ম্যাচগুলো শেষ হবে। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের মোট ৮ ভেন্যু শেষ মুহূর্তে ঘষামাজা করে প্রস্তুত করা হচ্ছে এই বিশ্বকাপের পর্দা ওঠার জন্য। এটি নিয়ে বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে চতুর্থ বারের মতো। ২০০৪ সালে অনুর্ধ-১৯ বিশ্বকাপটাই ছিল বাংলাদেশের প্রথম কোন আইসিসি ইভেন্ট আয়োজন। এরপর ২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করে বাংলাদেশ। এরপর ২০১৪ সালে এককভাবে টি২০ বিশ্বকাপ এবং এবার দ্বিতীয়বারের মতো অনুর্ধ-১৯ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যেই সব দল এসে গেছে বাংলাদেশে। নিরাপত্তা শঙ্কার অজুহাতে অস্ট্রেলিয়া না আসায় যদিও জৌলুস কিছুটা কমে গেছে তবে আইসিসি সেটা পূরণ করেছে আয়ারল্যান্ডকে দিয়ে। সবার আগে ক্যারিবীয় যুব দল বাংলাদেশে আসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য। সেই সিরিজে ৩-০ ব্যবধানে জিতে বিশ্বকাপের আগে দারুণ আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশের যুবারা। এখন সব দলই বাংলাদেশে অবস্থান করছে। দেশের ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবশ্য বিশ্বকাপের লড়াইটা একটু দেরিতেই শুরু হবে। তবে আইসিসি মাঠ নিয়ে নেয়াতে এখন বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চলছে এ ভেন্যুতে। কোন ক্রিকেটারের ব্যাট-বলের অনুশীলনও নেই এখন। এ মুহূর্তে ১২ দল আছে ঢাকায়, বাকি ৪টি চট্টগ্রামে। কদিন আগেই তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ-১৯ দলকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ যুবদল। প্রথম প্রস্তুতি ম্যাচেও জয় পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। জিম্বাবুইয়ে যুব দলকে হারিয়ে দিয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আজ শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে মিরাজরা। অন্য দলগুলোও আজ শেষ প্রস্তুতি ম্যাচ খেলে মূল লড়াইয়ে নামার অপেক্ষায় থাকবে। অপেক্ষাটা বেশিদিনের নয়। বুধবার মাঠে গড়াবে যুব বিশ্বকাপ। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা যুব দল। এছাড়া অন্য ম্যাচে মোকাবেলা করবে ইংল্যান্ড ও ফিজি। বন্দর নগরী চট্টগ্রামেই শুরু হবে যুব বিশ্বকাপের যাত্রা। যার শেষটা হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ যুব দল ১৯৯৮ সালে প্রথমবার প্লেট চ্যাম্পিয়ন হয়। এছাড়া ২০০৪ সালের ঘরের মাঠে এবং ২০১০ ও ২০১৪ সালেও প্লেট চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এখন পর্যন্ত মাত্র তিনবার গ্রুপ পর্ব পেরিয়ে সুপারলীগ খেলতে পেরেছে বাংলাদেশের যুবারা। সেরা সাফল্য ২০০৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপে পঞ্চম স্থান অর্জন। এবার সেরা সাফল্য অর্জনের লক্ষ্য নিয়েই মিশন শুরু করবে স্বাগতিকরা।
×