ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাবাদার দিন

প্রকাশিত: ০৫:৫৮, ২৫ জানুয়ারি ২০১৬

রাবাদার দিন

স্পোর্টস রিপোর্টার ॥ সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনে বল হাতে আলো ছড়িয়েছেন দক্ষিণ আফ্রিকা পেসার কাগিসো রাবাদা (৭/১১২)। প্রোটিয়া ইয়ংস্টারের গতির তোপে প্রথম ইনিংসে ৩৪২ রানে অলআউট হয়েছে প্রতিপক্ষ ইংল্যান্ড। তার আগে তিন সেঞ্চুরির ওপর ভর করে ৪৭৫ রান করে দক্ষিণ আফ্রিকা। দু-দলের প্রথম ইনিংস শেষে ১৩৩ রানে এগিয়ে স্বাগতিকরা। ইতোমধ্যে ২-০তে চার ম্যাচের সিরিজ জিতে নিয়েছে অতিথি ইংলিশরা। ব্যবধান কমাতে শেষ টেস্টটা এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বাধীন প্রোটিয়াদের জন্য তাই খুবই গুরুত্বপূর্ণ। রাবাদার তোপের মুখে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করে করেছেন অধিনায়ক এ্যালিস্টার কুক ও তারকা ব্যাটসম্যান জো রুট। এছাড়া মঈন আলির ৬১ এবং স্টোকসের ৩৩ উল্লেখ্য। রাবাদার বোলিং বিশ্লেষণ ২৯-৬-১১২-৭। এটি তার ক্যারিয়াসেরা বোলিং। মাত্র ষষ্ঠ টেস্টে দ্বিতীয় বারের মতো ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন জোহানেসবার্গে জন্ম নেয়া প্রতিভাবান পেসার। রাবাদা সাম্প্রতিক ক্রিকেটের আলোচিত বোলার। মাত্র ছয় মাসের আন্তর্জাতিক ক্যারিয়ারে দুরন্ত পারফর্ম করে যিনি দক্ষিণ আফ্রিকার বার্ষিক ক্রীড়া পুরস্কারের তালিকায় বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের খেতাব জিতে নিয়েছেন। গত বছর জুলাইয়ে বাংলাদেশ সফরে মাত্র ১৯ বছর বয়সে প্রোটিয়া জাতীয় দলে তার ওয়ানডে অভিষেক। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সেদিন মাত্র ১৬ রানে ৬ উইকেট দখল করে অভিষেকে বিশ্বের সেরা বোলারের তালিকায় শীর্ষে নিজের নাম লিখিয়েছেন এ পেসার। তার এই পরিসংখ্যান অস্ট্রেলিয়ার বিপক্ষে মাখায়া এনটিনির করা ২২ রানের ৬ উইকেটকেও ছাড়িয়ে যায়। বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রাবাদা অভিষেকে হ্যাটট্রিকও করেন। তারপর তিনি টেস্ট দলে সুযোগ পাওয়ার পরে মাত্র ২০ বছর বয়সে এখন তিনি তিন ফর্মেটেই দক্ষিণ আফ্রিকাকে প্রতিনিধিত্ব করছেন। ডেল স্টেইনের যোগ্য উত্তরসূরি হিসেবে মাঠ মাতিয়ে চলেছেন। ম্যাচে দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের রূপকার অধিনায়ক আমলা ১০৯, অভিষিক্ত কুক ১১৫ ও ডি’ককের অপরাজিত ১২৯। শেষ দিকে তরুণ ডি’ককের ইনিংসটি ছিল দুর্দান্ত। ওয়ানডে স্টাইলে মাত্র ১২৮ বল মোকাবেলায় ১৭টি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। অষ্টম টেস্টে এটি তার প্রথম সেঞ্চুরি। অতিথিদের হয়ে সফল পেসার সফল বোলার বেন স্টোকস ৪, অপর পেসার স্টুয়ার্ট ব্রড ও স্পিনার মঈন আলি নেন ২টি করে উইকেট। হাসপাতালে লেহম্যান স্পোর্টস রিপোর্টার ॥ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ ড্যারেন লেহম্যান। ডিপ ভেইন থ্রাম্বোসিস বা ‘ডিভিটি’ নামক রোগে আক্রান্ত দেশটির সাবেক এ তারকা ক্রিকেটার। ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ চলাকালীন তার এই রোগ ধরা পড়ে। একই সঙ্গে পায়ের ব্যথায় ভুগেছিলেন অসি কোচ। তার চিকিৎসকরা জানান, ‘ডিভিটি নামের এই রোগে সাধারণত পায়ের রক্ত জমাট বাঁধে। রোগটি এমন যার ফলে রোগীর হৃদযন্ত্র, মস্তিষ্ক, এমনকি ফুসফুসও ক্ষতিগ্রস্ত করতে পারে।’ আপাতত তাই দায়িত্ব পালন করতে পারছেন না ৪৫ বছর বয়সী লেহম্যান। অন্তর্বর্তী কোচ হিসেবে টি২০ সিরিজে সহকারী মাইকেল ডি ভেনুতোকেই দেখা যাবে।
×