ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেসি-মুনিরের গোলে পার বার্সিলোনা

প্রকাশিত: ০৫:৫৮, ২৫ জানুয়ারি ২০১৬

মেসি-মুনিরের গোলে পার বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাণভোমরা লিওনেল মেসি ও তরুণ তারকা মুনির আল হাদ্দাদির নৈপুণ্যে পয়েন্ট খোয়ানো থেকে রক্ষা পেয়েছে বার্সিলোনা। শনিবার রাতে স্প্যানিশ লা লিগার এ্যাওয়ে ম্যাচে কাতালানরা ২-১ গোলে পরাজিত করে স্বাগতিক মালাগাকে। বার্সার হয়ে গোল দু’টি করেন মেসি ও মুনির। নতুন বছরের শুরুতেই এস্পানিওলের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারাতে হয়েছিল বার্সিলোনাকে। তবে খুব বেশি দিন দ্বিতীয় স্থানে থাকতে হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। বর্তমানে ২০ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে এ্যাটলেটিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ঘরে জমা হয়েছে ৪৩ পয়েন্ট। তবে রবিবার রাতে এ্যাটলেটিকো জয় পেলে আবারও শীর্ষস্থান ফিরে পাবে। মালাগার মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সফরকারী বার্সিলোনা। যার ফল পেতে বিলম্ব হয়নি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। লুইস সুয়ারেজ ডান দিক থেকে দারুণ ক্রস বাড়ান ফাঁকায় দাঁড়িয়ে থাকা মুনির এল হাদ্দাদিকে। কাছ থেকে বল জালে জড়াতে কোন সমস্যাই হয়নি চোটে পড়া নেইমারের বদলে খেলতে নামা এই তরুণ ফরোয়ার্ডের। লীগে এ মৌসুমে মুনিরের এটাই প্রথম গোল। অসাধারণ এই শুরুর পরও মালাগাকে চেপে ধরতে পারেনি বার্সিলোনা। উল্টো তাদের রক্ষণভাগের ভুলে বেশ কয়েকটি আক্রমণ গড়ার সুযোগ পায় স্বাগতিকরা। ম্যাচের ১৪ মিনিটে সমতা ফেরাতে পারত স্বাগতিকরা। ক্যাস্ট্রোর দূরপাল্লার শটে কোনমতে হাত লাগান বার্সা গোলরক্ষক ক্লাওডিও ব্রাভো। বল দিক পাল্টে পোস্টে লেগে প্রতিহত হয়। ২৫ মিনিটে ডিফেন্ডারদের ভুলে আবারও গোল হজম করতে বসেছিল বার্সিলোনা। তবে ডি বক্সে ড্রাইভ দিয়ে উল্টো হলুদ কার্ড দেখেন মালাগার ফরোয়ার্ড চার্লেস। আবারও বার্সার ডিফেন্ডারদের ভুলে ম্যাচের ৩২ মিনিটে সমতা ফেরায় মালাগা। ভুল পাস দেন জ্যাভিয়ের মাশ্চেরানো। বল পেয়ে চার্লেস পাঠান ডি বক্সে থাকা জুয়ানপির কাছে। ১৫ গজ দূর থেকেনেয়া এই মিডফিল্ডারের শট মাশ্চেরানোর গায়ে লেগে দিক পাল্টে জালে প্রবেশ করে। বিরতির ঠিক আগে গোলের দারুণ একটা সুযোগ নষ্ট হয় বার্সিলোনার। আক্রমণের সূচনাটা হয় মেসির পায়ে। বাঁয়ে মুনিরকে ভাল একটা পাস দিয়েছিলেন তিনি। মুনিরের শট গোলরক্ষক কার্লোস কামেনি দারুণ দক্ষতায় ঠেকালে বল চলে যায় মেসির পায়ে। আর্জেন্টাইন অধিনায়কের প্রচেষ্টা দারুণভাবে রুখে দেন লেফট ব্যাক মিগেল টরেস। বিরতির পর প্রথমার্ধে অনুজ্জ্বল মেসি জ্বলে ওঠেন। ৫১ মিনিটে বাঁ দিক থেকে আদ্রিয়ানোর ক্রসে লাফিয়ে উঠে দর্শনীয় ভলিতে গোল করে বার্সাকে এগিয়ে নেন বর্তমান ফিফা সেরা ফুটবলার। ৬২ মিনিটে মেসির দারুণভাবে বাড়ানো বলে ডি বক্সের ভেতর থেকে নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন সুয়ারেজ। ৭৩ মিনিটে ব্রাভোর নৈপুণ্যে আবারও রক্ষা পায় বার্সা। কামাচোর শট দারুণ দক্ষতায় ফেরান চিলির এই গোলরক্ষক। ম্যাচের শেষ দিকে মেসিকে গোলবঞ্চিত করেন গোলরক্ষক কামেনি। ডি বক্সের ভেতর থেকে মেসির বাঁ পায়ের জোরালো শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন তিনি। ম্যাচ শেষে কষ্টার্জিত জয়ে শিষ্যদের প্রথমার্ধের খেলায় খ্বু একটা খুশি হতে পারেননি বার্সা কোচ লুইস এনরিকে। তিনি বলেন, মনে করা কঠিন, আমাদের কাছ থেকে এ রকম দুর্বল প্রথমার্ধ এসেছে কিনা। দ্বিতীয়ার্ধে আমরা ভাল প্রতিদ্বন্দ্বিতা করেছি। কিন্তু এরপরও আমরা স্বাভাবিকের চেয়ে বেশি ভুল করেছি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে অসাধারণ এক ভলিতে বার্সিলোনার জয় নিশ্চিত করা গোলটি করেন মেসি। এনরিকে আরও বলেন, মালাগার বিরুদ্ধে সম্পূর্ণ একটি ম্যাচ খেলতে পারিনি আমরা। তবে বলা হয়ে থাকে যে, ভাল না খেলেও জেতাটাই ভাল দলের বৈশিষ্ট্য। আপনি যখন ভাল খেলবেন তখন জয় পাওয়াটা সহজ। আমরা খারাপ খেলেও তিন পয়েন্ট যোগ করতে পেরেছি। পরের ম্যাচগুলোতে এসব ভুল শোধরাতে হবে।
×