ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-১৯ বিশ্বকাপ মঙ্গলবার টিকেট বিক্রি শুরু

প্রকাশিত: ০৫:৫৫, ২৫ জানুয়ারি ২০১৬

অনুর্ধ-১৯ বিশ্বকাপ মঙ্গলবার টিকেট বিক্রি শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বুধবার বাংলাদেশে শুরু হবে অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেট। চট্টগ্রামে শুরু হবে বিশ্বকাপ। এ কারণে মঙ্গলবার থেকেই সেখানকার দর্শকরা খেলা দেখার জন্য টিকেট ক্রয় করতে পারবেন। আর বুধবার থেকে অন্য ভেন্যুগুলোর জেলা শহর ঢাকা, নারায়ণগঞ্জ ও সিলেটে টিকেট পাওয়া যাবে। তবে কক্সবাজারে অনুষ্ঠিত ম্যাচগুলোর জন্য টিকেট লাগবে না। টিকেটের সর্বনিম্ন মূল্য ২০ ও সর্বোচ্চ ৩০০ করা হয়েছে। তবে স্টেডিয়াম এলাকায় কোন টিকেট কিনতে পাওয়া যাবে না। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ম্যাচগুলো দেখার জন্য টিকেট পাওয়া যাবে সিটি কর্পোরেশনের পাশে বিটেক মোড় ও সাগরিকা মোড়ে। এখানে সর্বনিম্ন টিকেট মূল্য পূর্ব গ্যালারির ৩০ টাকা এবং সর্বোচ্চ হসপিটালিটি বক্স ও গ্র্যান্ড স্ট্যান্ডের ২০০ টাকা। পশ্চিম গ্যালারি ৫০, ক্লাব হাউজ ও ইন্টান্যাশনাল স্ট্যান্ড ১০০ টাকা করে। আর এমএ আজিজ স্টেডিয়ামের খেলাগুলোর টিকেট প্রাপ্তিস্থান দামপাড়ার আলমাস সিনেমা হল। টিকেট মূল্যÑ সাধারণ গ্যালারি ২০, ক্লাব হাউজ ৫০, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৭৫, রুফ টপ ও গ্র্যান্ড স্ট্যান্ড ১০০ টাকা করে। ঢাকায় টিকেট পাওয়া যাবে মিরপুর ইনডোর স্টেডিয়ামে। এখানে টিকেট সর্বনিম্ন পূর্ব গ্যালারি ২০, উত্তর-দক্ষিণ গ্যালারি ৪০, শহীদ মুস্তাক ও জুয়েল স্ট্যান্ড ১০০, ভিআইপি স্ট্যান্ড ১৫০ ও গ্র্যান্ড স্ট্যান্ড ৩০০ টাকা। ফতুল্লার ম্যাচগুলোর টিকেট পাওয়া যাবে জালকুড়ির যুব উন্নয়ন অধিদফতরে। এখানে পূর্ব গ্যালারি ২০, পশ্চিম গ্যালারি ৮০, ক্লাব হাউজ ১০০, ইন্টারন্যাশনাল গ্যালারি ১৫০ ও গ্র্যান্ড স্ট্যান্ড ৩০০ টাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকেট পাওয়া যাবে বিমানবন্দর রোডের লুক্কাটুরায়। এখানে টিকেট মূল্য-গ্যালারি ও গ্রিন হিল এরিয়ার টিকেট ৩০, ক্লাব হাউজ ১০০ ও গ্র্যান্ড স্ট্যান্ড ২০০ টাকা। সিলেট জেলা স্টেডিয়ামের টিকেট পাওয়া যাবে স্টেডিয়াম মার্কেটের দরগাহ এন্ডে। টিকেট মূল্যÑ সাধারণ গ্যালারি ৩০, ক্রিকেট প্যাভিলিয়ন ২০০ টাকা।
×