ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ানডে বোলিংয়ে বিশ্বে দুই নম্বর সাকিব

প্রকাশিত: ০৫:৫৫, ২৫ জানুয়ারি ২০১৬

ওয়ানডে বোলিংয়ে বিশ্বে দুই নম্বর  সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ একই সঙ্গে তিন ফরমেটের ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার প্রথম নজির স্থাপন করেছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। টেস্ট, ওয়ানডে ও টি২০ ক্রিকেটে এক নম্বর অলরাউন্ডার ছিলেন আইসিসি র‌্যাঙ্কিংয়ে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ভারতে রবিচন্দ্রন অশ্বিন দুর্দান্ত নৈপুণ্য দেখান। ওই সময় সাকিব কোন টেস্ট খেলেননি, ফলে তাঁকে হটিয়ে টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থান দখল করেন অশ্বিন। তবে টি২০ এবং ওয়ানডেতে এখন পর্যন্ত বিশ্বসেরাই আছেন সাকিব। যদিও টি২০ বোলিংয়ের র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন সম্প্রতিই ঘরের মাঠে জিম্বাবুইয়ের বিরুদ্ধে চার ম্যাচের টি২০ সিরিজ শেষে। কিন্তু ওয়ানডের বোলিং র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি ঘটেছে তাঁর। ভারত-অস্ট্রেলিয়ার সদ্য সমাপ্ত ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ঘোষিত র‌্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন সাকিব। হটিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে একধাপ। চলতি বছর এখন পর্যন্ত কোন ওয়ানডে খেলেনি বাংলাদেশ দল। সর্বশেষ গত নবেম্বরে জিম্বাবুইয়ের বিরুদ্ধে মাত্র একটিই ওয়ানডে খেলেছেন সাকিব। সেই ম্যাচে ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেটে দখল করেছিলেন ৫ উইকেট। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ বোলিংয়ের অন্যতম নির্ভরতা এই বাঁহাতি স্পিনার ধারাবাহিকভাবেই দারুণ বোলিং করে চলেছেন। সে কারণে বোলিং র‌্যাঙ্কিংয়ে ছিলেন ৩ নম্বরে। তবে ২০১৫ বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করা মিচেল স্টার্ক এক নম্বরে দীর্ঘদিন ছিলেন। এবার ভারতের বিরুদ্ধে ঘরের মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারেননি স্টার্ক ইনজুরির কারণে। আর সেই সুযোগে শীর্ষস্থান দখল করেছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। দুই নম্বরে ছিলেন স্টার্ক। কিন্তু ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ শেষে আরেক ধাপ পেছনে পড়তে হলো তাঁকে। সাকিব জিম্বাবুইয়ের বিরুদ্ধে যে ৫ উইকেট নিয়েছিলেন তাতেই উন্নতি হয়েছে তাঁর। ৬৯৯ রেটিং নিয়ে এখন সাকিব দুই নম্বরে। শীর্ষস্থানে থাকা বোল্টের চেয়ে তেমন পিছিয়ে নেই এ বাংলাদেশী বাঁহাতি স্পিনার। ৭০৬ রেটিং নিয়ে এক নম্বরে বোল্ট। আর স্টার্কের রেটিং ৬৯৫। দক্ষিণ আফ্রিকান বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনজন শীর্ষ দশে রয়েছেন। তিন প্রোটিয়া বোলার ইমরান তাহির (৬৮৮), ডেল স্টেইন (৬৮২) ও মরনে মরকেল (৬৬৬) যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন। নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি (৬৫০) রয়েছেন সপ্তম স্থানে। পাকিস্তানী অফস্পিনার সাঈদ আজমল (৬৪২) অষ্টম, ইংলিশ পেসার জেমস এ্যান্ডারসন নবম (৬২১) ও পাক পেসার মোহাম্মদ ইরফান (৬২০) রয়েছেন দশ নম্বরে। তবে ওয়ানডের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে কোন হেরফের হয়নি। সেখানে ৪১৬৯ রেটিং নিয়ে শীর্ষেই আছেন সাকিব। রেটিংয়ে অনেক পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানী ক্রিকেটার মোহাম্মদ হাফিজ (৩৫৭)। ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স (রেটিং ৯০০)। অনেক এগিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। ৮ ধাপ এগিয়ে এখন তিনি ৫ নম্বরে। দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলি (৮২৫)। ওয়ানডে ব্যাটিংয়ে বাংলাদেশের পক্ষে সেরা অবস্থান ২০ নম্বর। ৬৬১ রেটিং নিয়ে যৌথভাবে এ অবস্থানে আছেন সৌম্য সরকার ও মুশফিকুর রহীম। ২৬ নম্বরে আছেন ওপেনার তামিম ইকবাল।
×