ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জহির রায়হান স্মরণে চলচ্চিত্র কর্মশালা

প্রকাশিত: ০৫:৫৩, ২৫ জানুয়ারি ২০১৬

জহির রায়হান স্মরণে চলচ্চিত্র কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥ সৃজনশীল চলচ্চিত্রকার জহির রায়হান। তাঁর কিছু চলচ্চিত্র নান্দনিকতার শিখর স্পর্শ করেছে। তাঁর অন্তর্ধান বা নিখোঁজ অথবা নিহত হওয়ার ৪৪তম বছরকে স্মরণে আগামী ২৯ জানুয়ারি ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হান ও তাঁর চলচ্চিত্র বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হবে ২৯, ৩০ এবং ৩১ জানুয়ারি। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন জানান, কর্মশালায় তিন দিনে তিনটি শিরোনামে ৫ চলচ্চিত্রকার, গবেষক ও লেখক জহির রায়হানের নির্মিত চলচ্চিত্র, সাহিত্য ও তাঁর জীবনকে বিশ্লেষণ করবেন। আলোচনায় অংশগ্রহণ করবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্রকার সি.বি জামান এবং চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াৎ। কর্মশালাটির পরিকল্পনা ও সমন্বয় করছেন বেলায়াত হোসেন মামুন। কর্মশালায় অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ দিন ২৮ জানুয়ারি। আগ্রহীদের শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ৭০১ নং কক্ষে নিবন্ধনের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে।
×