ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে চার দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী

প্রকাশিত: ০৫:৫২, ২৫ জানুয়ারি ২০১৬

রাজশাহীতে চার দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিশ^বিদ্যালয়ের চারুকলা বিভাগ ও রাজশাহী আর্ট কলেজের ১০ শিল্পীর শিল্প ও চিত্রকর্ম নিয়ে রাজশাহী বিশ^বিদ্যালয়ে আজ থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী প্রথম চোরকুঠুরী শিল্পকর্ম প্রদর্শনী। তরুণ শিল্পীদের নিয়ে গঠিত সংগঠন চোরকুঠুরী আর্ট গ্রুপ এ প্রদর্শনীর আয়োজন করেছে। আজ বিকেলে রাবির টিএসসিসি ভবনে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানউদ্দিন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমদ, এনা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তহুরা হক, রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের সভাপতি আব্দুর রশিদ প্রমুখ। আয়োজক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এ প্রদর্শনীতে চোরকুঠুরী আর্ট গ্রুপের ১০ তরুণ শিল্পীর ৫৪টি শিল্পকর্ম স্থান পাচ্ছে। এর মধ্যে চিত্রকর্ম রয়েছে ৪১টি, ভাস্কর্য ৯টি ও আলোকচিত্র রয়েছে ৬টি। এ প্রদর্শনীতে যাদের শিল্পকর্ম স্থান পাচ্ছে তারা হলেনÑ নারগিস পারভীন সোমা, শরিফুল ইসলাম, রাশেদ মিলন, মাসুমা আকতার শিমুল, সামাউন হাসান, শান্তনু ম-ল, আশরাফুল হক রিপন, রাইহান উদ্দিন ফকির, জান্নাতুল ফেরদৌসী হিরা ও কেজে জুয়েল। প্রদর্শনী প্রসঙ্গে চোরকুঠুরী আর্ট গ্রুপের আহ্বায়ক ও রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের শিক্ষক নারগিস পারভীন সোমা জনকণ্ঠকে জানান, রাজশাহীতে প্রথমবারের মতো বিশাল আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ শিল্পকর্ম প্রদর্শনী। এরই মধ্যে সব প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। প্রতিটি শিল্পকর্মে দেশ, সমাজ ও প্রকৃতির প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এ প্রদর্শনীতে একপলকে ফ্রেমে ফ্রেমে বাঁধা চিত্রকর্মের নিপুণতার সঙ্গে দেশ, সমাজ ও প্রকৃতির মেলবন্ধনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন দর্শনার্থীরা। তিনি আরও বলেন, সাধারণত শিল্পকর্মের আয়োজন রাজধানীকেন্দ্রিক হয়ে থাকলেও প্রথমবারের মতো এবার রাজশাহীতে এটি অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর বাইরের শিল্পজগতের বিস্তারের লক্ষে এ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে ক্যাটালগ প্রস্তুত করা হয়েছে। এছাড়া প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের শিল্পকর্মের ডিসপ্লে প্রদর্শন করা হবে। প্রদর্শনী ২৯ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে । এটি সবার জন্য উন্মুক্ত।
×