ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্র প্রযোজক পরিবেশক কে এম আর মঞ্জুর আর নেই

প্রকাশিত: ০৫:৫২, ২৫ জানুয়ারি ২০১৬

চলচ্চিত্র প্রযোজক পরিবেশক কে এম আর মঞ্জুর আর নেই

স্টাফ রিপোর্টার ॥ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক কে এম আর মঞ্জুর আর নেই। শনিবার রাত পৌনে ৩টার দিকে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। এর আগে তিনি রাজধানীর ইউনাইটেড ও এ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেন। খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির উপদেষ্টা কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন দিলু। উল্লেখযোগ্য সংখ্যক ভাল চলচ্চিত্রের প্রযোজক কে এম আর মঞ্জুর দীর্ঘদিন বাংলদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি ও উত্তরা ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তিনি একাধিকবার এই পুরস্কার অর্জন করেন মুক্তিযুদ্ধ ও আমাদের জীবনধর্মী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে। তার প্রোডাকশন হাউস থেকে ‘দাঙ্গা’, ‘সিপাহী’, ‘আমার প্রেম আমার অহংকার’সহ বেশকিছু জনপ্রিয় চলচ্চিত্র পেয়েছেন দর্শকরা। তার দুই ছেলে ও তিন মেয়ে। আগামীকাল মঙ্গলবার তার মরাদেহ বিএফডিসিতে শ্রদ্ধা জানানোর জন্য আনা হবে। একজন সফল চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে একাধিকবার চলচ্চিত্রের প্রাণ সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির মহাসচিব ও সভাপতির দায়িত্ব পালন করেন। সেই সঙ্গে বাংলাদেশ ফিল্ম ক্লাবের তিন বারের সফল সভাপতি তিনি। চলচ্চিত্রের ক্রান্তিলগ্নে বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে বিভিন্ন সংগঠন থেকে পুরস্কৃত হয়েছেন। তিনি ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন এফবিসিসিআইয়ের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন। তিনি ঢাকার অভিজাত অভিসার, নেপচুন, আগমন ও অতিথি সিনেমা হলের স্বত্বাধিকারী ছিলেন। তিনি জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী সুচরিতার প্রাক্তন স্বামী।
×