ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রেল কর্মচারীর চাকরি পুনর্বহাল দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৪৮, ২৫ জানুয়ারি ২০১৬

রেল কর্মচারীর চাকরি পুনর্বহাল দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৪ জানুয়ারি ॥ বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লালমনিরহাট ডিভিশনের বামনডাঙ্গা সেকশনে কর্মরত ওয়েম্যান, ট্রলিম্যান, গেটকিপার, ইলেক্ট্রিশিয়ান ও খালাসি পদে ৮৪ কর্মচারী দীর্ঘ ১২ বছর কাজ করার পরও তাদের চাকরি স্থায়ী করা হয়নি। উল্টো বেতন ও কাজ সম্প্রতি বন্ধ করে দেয়া হয়েছে। এ বিষয়ে হাইকোর্ট তাদের চাকরি স্থায়ী করার আদেশ দিলেও আজও তা বাস্তবায়ন করা হয়নি। চাকরি থেকে ছাঁটাইকৃত ওই সব কর্মচারী তাদের চাকরিতে পুনর্বহাল এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে রবিবার গাইবান্ধা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করেন। পরে মানববন্ধন শেষে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা অবিলম্বে উল্লিখিত দাবি বাস্তবায়নের দাবি জানান। এ সময় বক্তব্য রাখেনÑ জেলাল হোসেন, বিপ্লব কুমার ঘোষ, জামাল মিয়া, সালাম মিয়া, ফারুক মিয়া, আবেদুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, রেলওয়ের ওই সব কর্মচারী পাঁচ বছর ধরে বিভিন্ন মেয়াদে মাস্টাররোলে নিয়োগপ্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। রেলওয়ে স্বীকৃত এসব কর্মচারীর মাসিক বেতন ছয় হাজার ২শ’ টাকা হলেও প্রতি মাসে চার হাজার ৫শ’ টাকা হারে বেতন দেয়া হয়েছে। এ বিষয়টি মেনে নিয়েও তারা চাকরি করছিলেন। রেলওয়ে কর্তৃপক্ষ বরাবর তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করে স্থায়ীকরণের আবেদন জানানো সত্ত্বেও রেলওয়ে কর্তৃপক্ষ তা না করে বরং ওই সব পদে নতুন লোক নিয়োগ অব্যাহত রাখে।
×