ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাইস চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রকাশিত: ০৫:৪৭, ২৫ জানুয়ারি ২০১৬

ভাইস চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৪ জানুয়ারি ॥ ভূঞাপুর পৌর নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম ভূঞাপুর এলাকার মোহাম্মদ আলীকে হত্যার অভিযোগে উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদলকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এ মামলায় আসামি করা হয়েছে আরও ১৫ জনকে। মোহাম্মদ আলীর ছেলে আব্দুস সাত্তার আকন্দের কোর্টে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুনা ফেরদৌস ভূঞাপুর থানার ওসিকে অভিযোগটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। পরে ভূঞাপুর থানার ওসি মামলাটি রেকর্ড করেন। মামলা সূত্রে জানা যায়, ভূঞাপুর পৌর নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রাজ্জাক তরফদারের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতেন পশ্চিম ভূঞাপুর গ্রামের মোহম্মদ আলী। ২০১৫ সালের ২৩ ডিসেম্বর অপর কাউন্সিলর প্রার্থী আরিফ তরফদার রুবেলের পক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল ও তার লোকজন নির্বাচনী প্রচারণার জন্য মোহাম্মদ আলীর বাড়িতে যান। কিন্তু মোহাম্মদ আলী রুবেলের পক্ষে কাজ করতে পারবে না বলে সরাসরি জানিয়ে দেন। এতে ক্ষুব্ধ হন সাহিনুল ইসলাম তরফদার বাদল। এ সময় তিনি মোহাম্মদ আলীকে হুমকি দেন যে, রাজ্জাকের নির্বাচনী প্রচারণায় তাকে পেলে খুন করে ফেলা হবে। গত ২৪ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে মোহাম্মদ আলী রাজ্জাকের নির্বাচনী প্রচারণা বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি। পরের দিন সকালে তার লাশ পশ্চিম ভূঞাপুর এলাকার মালেকের বাড়ির পাশে আমগাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে নিহতের ছেলে আব্দুস সাত্তারের বিষয়টি সন্দেহ হলে তিনি বাদী হয়ে গত ৭ জানুয়ারি ভূঞাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদলকে প্রধান আসামি করে জলিল আকন্দ, রহিম আকন্দ, মোশারফ তরফদার, তোফাজ্জল হোসেন, আরিফ তরফদার, রাজ্জাক তরফদার, ছাইদুল তরফদার, সাদ্দাম তরফদার, ফেরদৌস তরফদার, মারুফ তরফদার, ছাইফুল ইসলাম তালুকদার টিটু, মিঠু তালুকদার, মাহমুদুল হাসান রমি, পারভেজ তালুকদার ও কাওছার তরফদারের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
×