ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেনেডির ফার্নিচার নিলামে

প্রকাশিত: ০৫:৪৬, ২৫ জানুয়ারি ২০১৬

কেনেডির ফার্নিচার নিলামে

আততাঁয়ীর গুলিতে নিহত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ব্যবহৃত কিছু আসবাব নিলামে বিক্রি হয়েছে। শনিবার ৪ লাখ ডলারে কেনেডি ব্যবহৃত আসবাবগুলো বিক্রি হয়। এসবের মধ্যে রয়েছেÑ দুটি বিছানা, একটি ম্যাসাজ টেবিল ও একজোড়া চামড়ার চেয়ার। এ আসবাবগুলো মার্কিন প্রেসিডেন্টের শীতকালীন অবকাশযাপন কেন্দ্র পালম বিচে সংরক্ষিত ছিল। নিলামে তোলা বেডটির একটিতে এক সময় ছোটভাই জোর সঙ্গে ঘুমাতেন কেনেডি। আর পরেরটিতে ঘুমাতেন স্ত্রী জ্যাকি কেনেডির সঙ্গে। পিঠের ব্যথা থেকে রেহাই পেতে বিক্রি হওয়া টেবিলের ওপর শুয়ে ম্যাসাজ নিতেন কেনেডি। আর চেয়ার জোড়া কেনেডির শোয়ার ঘরে ব্যবহৃত হতো। নিলামকারী লেসলি হিন্ডম্যান বলেন, এ আসবাবগুলো কারুকার্যখচিত। তিনি বলেন, শনিবার অনলাইনে নিলামে তোলার অল্প সময়ের মধ্যেই এসব লুফে নেয় ক্রেতারা। তবে এসব ক্রেতার নাম আপাতত বলা হয়নি। প্রেসিডেন্ট হওয়ার পর পালম বিচে অনেক সরকারী বৈঠক এবং সংবাদ সম্মেলনে অংশ নেন কেনেডি। এএফপি অবলম্বনে
×