ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অপসারিত উপজেলা চেয়ারম্যান তোফায়েল দু’দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:৪৬, ২৫ জানুয়ারি ২০১৬

অপসারিত উপজেলা চেয়ারম্যান তোফায়েল দু’দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান তোফায়েল আহমদকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও সাইবার অপরাধ আইনের দু’টি মামলায় ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১২ জানুয়ারি রাতে ঢাকার সুন্দরবন হোটেল থেকে আটক নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান ও জামায়াতের সহ সভাপতি তোফায়েল আহামদকে দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পিবিআই বাদী হয়ে তোফায়েল আহামদের বিরুদ্ধে সাইবার অপরাধ আইন ও সন্ত্রাস বিরোধী আইনের দুটি মামলা দায়ের করে মিরপুর দারুচ্ছালাম থানায়। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দায়িত্ব পালনকালীন ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামু বৌদ্ধ বিহারে হামলা ও অগ্নিসংযোগ, অস্ত্র মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু এবং আদালতে চার্জশীট গ্রহণ করায় তোফায়েলকে গত বছরের ১ অক্টোবর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়। কিন্তু জামায়াতের নেতা-কর্মীরা তার কার্যালয় থেকে এখনও উপজেলা চেয়ারম্যানের পদবীর নেম প্লেটটি নামাতে দেয়নি বলে অভিযোগ রয়েছে। এপর্যন্তও সরকারী ভবনে (তার কার্যালয়) দরজার উপরিভাগে দেয়ালে নামের প্লেটটি শোভা পাচ্ছে দেখে স্থানীয়দের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম শাহেদুল ইসলাম জনকণ্ঠকে বলেন, এটি ইতোপূর্বে সরানো হয়েছিল, ফের কে লাগিয়েছে- তা খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
×