ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকারের আহ্বানে ফেসবুক কর্তৃপক্ষের ইতিবাচক সাড়া

প্রকাশিত: ০৫:৪৩, ২৫ জানুয়ারি ২০১৬

সরকারের আহ্বানে ফেসবুক কর্তৃপক্ষের ইতিবাচক সাড়া

স্টাফ রিপোর্টার ॥ সরকারের আহবানে ফেসবুক কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া দিয়েছে। তারা নারীর প্রতি সহিংসতামূলক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত পোস্টের বিষয়ে অভিযোগ পেলে ৪৮ ঘণ্টার মধ্যেই ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে ফিরে রবিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সংবাদ সম্মেলনে এ কথা বলেন। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা, নারীর প্রতি অবমাননাসহ দেশের প্রচলিত ধর্মীয় ও সামাজিক মূল্যবোধসাপেক্ষে ফেসবুক কর্তৃপক্ষ সরকারের অভিযোগ-অনুরোধ বিবেচনার আশ্বাস দিয়েছে। সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ যে কোন বিষয়ে অনুরোধ পাঠালে ৪৮ ঘণ্টার মধ্যে তারা তাদের পদক্ষেপ বা মতামত জানাবে। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কোন চুক্তি না হলেও ফেসবুক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। এটা চুক্তি না বলে আশ্বাস বলা ভাল হবে। কারণ এখন পর্যন্ত ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক কোন চুক্তি হয়নি। তবে অল্প দিনের মধ্যে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আমাদের একটি চুক্তি হবে। সিঙ্গাপুরে প্রতিমন্ত্রী ফেসবুক, গুগল, মাইক্রোসফটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। দেশে ফেসবুকের এ্যাডমিন স্থাপনের বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরলেও তিনি বলেন, তাঁদের এ্যাডমিনগুলো দৈনন্দিন কাজ ও প্রচার ছাড়া আর কিছু করে না। এ ক্ষেত্রে এ এ্যাডমিন স্থাপন ফলপ্রসূ হবে না। এ্যাডমিন স্থাপন ছাড়াই বাংলাদেশ যাতে লাভবান হয়, সে বিষয়টি নিশ্চিত করা হবে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ যে উদ্দেশ্যে এ্যাডমিন স্থাপন করতে চেয়েছে, সেসব কাজ সম্পর্কে অভিযোগ পেলে ফেসবুক কর্তৃপক্ষ এ্যাডমিন স্থাপন না করেও তার চেয়ে কার্যকর ও দ্রুত ব্যবস্থা নেবে। মালয়েশিয়াতে তিনি আজিয়াটা কোম্পানির কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন। দুই দেশ সফর শেষে তিনি দেশ কি অর্জন করেছে সেই বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেন। উল্লেখ্য, একাত্তরের ঘাতক মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সাকা চৌধুরী ও জামায়াত নেতা মুজাহিদের চূড়ান্ত রায়ের দিন থেকে (গত ১৮ নবেম্বর) নিরাপত্তার কারণে টানা ২২ দিন ফেসবুক বন্ধ রাখা হয়েছিল। পরে গত ১০ ডিসেম্বর ফেসবুক খুলে দেয়া হয়।
×