ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দাভুতোগলু-বাইডেন বৈঠক কুর্দি-তুর্কি সঙ্ঘাতে কঠিন হচ্ছে আইএসবিরোধী লড়াই

প্রকাশিত: ০৫:২৬, ২৫ জানুয়ারি ২০১৬

দাভুতোগলু-বাইডেন বৈঠক  কুর্দি-তুর্কি সঙ্ঘাতে কঠিন হচ্ছে আইএসবিরোধী  লড়াই

সিরিয়ায় ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করতে মার্কিন কৌশলের বড় অংশীদার কুর্দিবাহিনীর মর্যাদা নিয়ে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য অব্যাহত রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার বলেছেন, সিরীয় সরকার ও বিদ্রোহীরা কোন রাজনৈতিক সমাধানে পৌঁছতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ও তুরস্ক আইএস সমস্যার সামরিক সমাধানের জন্য প্রস্তুত রয়েছে। খবর ওয়াশিংটন পোস্ট ও ইয়াহু নিউজের। ইস্তাম্বুলে দু’ঘণ্টার বৈঠকের পর বাইডেন ও তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু মার্কিন-তুর্কি মৈত্রীর প্রশংসা করেন। তুরস্ককে এক সামরিক অংশীদার বলে অভিহিত করে বাইডেন বলেন, এ সম্পর্ক চিরস্থায়ী।
×