ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেতাজী রাশিয়ায় ছিলেন, ফাইল আনার দাবি মমতার

প্রকাশিত: ০৫:২৫, ২৫ জানুয়ারি ২০১৬

নেতাজী রাশিয়ায় ছিলেন, ফাইল  আনার দাবি  মমতার

কেন্দ্র ১০০টি গোপন ফাইল প্রকাশ করলেও ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা নেতাজী সুভাষ চন্দ্র বসু সম্পর্কে এখনও অনেক তথ্য আড়ালে রয়ে গিয়েছে বলে মনে করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। দার্জিলিং সফরে গিয়ে মমতা শনিবার বলেছেন, নেতাজী রাশিয়াতেই ছিলেন। রুশ সরকার ফাইল প্রকাশ করলেই সেই তথ্য সামনে আসবে। খবর আনন্দবাজার পত্রিকার। রাজ্য সরকারের হাতে থাকা নেতাজী সংক্রান্ত ৬৪টি গোপন ফাইল আগেই প্রকাশ করেছেন মমতা। কেন্দ্রের হাতে যেসব গোপন নথি ওই বিষয়ে রয়েছে, তাও প্রকাশ করা উচিত বলে তিনি তখনই দাবি তুলেছিলেন। প্রধানমন্ত্রীর দফতর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে থাকা মোট ১০০টি গোপন ফাইল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার প্রকাশ করেছেন। কিন্তু মমতা মনে করেন, এসব ফাইল থেকে নেতাজীর অন্তর্ধান সম্পর্কে সবকিছু জানা যাবে না। তিনি বলেন, নেতাজী গবেষকরা বলছেন, নেতাজী রাশিয়াতে ছিলেন। আমি কেন্দ্রের কাছে দাবি জানাচ্ছি, রাশিয়া থেকে ফাইল আনা হোক। নেতাজীর ১২০তম জন্মদিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কড়াভাবেই মমতা বলেন, আমি বিশ্বাস করি না বিমান দুর্ঘটনায় নেতাজীর মৃত্যু হয়েছে। মৃত্যু হলে জাপানের রেনকোজি স্মৃতিমন্দিরে যে ছাইয়ের অংশবিশেষ পাওয়া গিয়েছিল তার ডিএনএ পরীক্ষা কেন করা হয়নি? কেন বারবার বলা হচ্ছে বিমান দুর্ঘটনাতেই তার মৃত্যু হয়েছে। রেনকোজি থেকে চিতাভস্ম দেশে ফেরোনার দাবিও তোলেন তিনি।
×