ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘পাকিস্তানের কাছে সন্ত্রাসীদের বিচার চাওয়া পুরোপুরি যৌক্তিক’

ভারতের প্রতি সমর্থন ওলাঁদের

প্রকাশিত: ০৫:২৪, ২৫ জানুয়ারি ২০১৬

ভারতের প্রতি সমর্থন ওলাঁদের

ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, চলতি মাসের প্রথমদিকে পাঠানকোটে চালানো সন্ত্রাসী হামলায় জড়িত অপরাধীদের বিচার করতে পাকিস্তানের কাছে দাবি জানিয়ে ভারত ‘পুরোপুরি যৌক্তিকতার’ পরিচয় দিয়েছে। তিনি রবিবার শুরু হওয়া তার তিন দিনের ভারত সফরের প্রাক্কালে এ কথা বলেন। খবর পিটিআই, টাইমস অব ইন্ডিয়া ও হিন্দু’র। ওলাঁদ পরিমিতিবোধ ও দৃঢ়সঙ্কল্প উভয়ের প্রতিফলন ঘটিয়ে কূটনৈতিক পথ অনুসরণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান। তিনি বলেন, ভারত ও ফ্রান্স সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে কাজ করে যাওয়ার সঙ্কল্পের দিক দিয়ে ঐক্যবদ্ধ। সন্দেহভাজন জাইশ-ই-মোহাম্মদ দলীয় সন্ত্রাসীরা ভারতীয় বিমানবাহিনীর পাঠানকোট ঘাঁটি তিন দিন অবরোধ করে রাখলে সাত নিরাপত্তাকর্মী নিহত হন। ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট ভারত-পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত। ওলাঁদ ভারত সফরের শুরুতে রবিবার চ-িগড় পৌঁছান। এ সফরকালে তিনি ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হবেন। পাঠানকোটে সন্ত্রাসী হামলা সম্পর্কিত এক প্রশ্নের জাবাবে ওলাঁদ বলেন, ফ্রান্স পাঠানকোট হামলার তীব্র নিন্দা জানায়। ভারত অপরাধীদের বিচার চেয়ে পূর্ণ যৌক্তিকতার পরিচয় দিয়েছে। ফরাসী প্রেসিডেন্ট এক লিখিত বিবৃতিতে বলেন, ভারত ও ফ্রান্স একইরূপ হুমকির সম্মুখীন। আমরা এমন খুনীদের হাতে আক্রান্ত হই, যারা ধর্মের নামে কাজ করার ভান করে। ঘৃণা ছড়ানোই তাদের প্রকৃত লক্ষ্য। তারা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ ও আমাদের জীবনধারা ধ্বংস করতে চায়। ভারত ও ফ্রান্স সন্ত্রাসবাদ রোধ করার সঙ্কল্পে এক। ফরাসী প্রেসিডেন্ট বলেন, নবেম্বরে প্যারিসে ‘দায়েশে’র হামলার পর রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা পাঠানোর জন্য আবারও তাদের ধন্যবাদ জানাতে চাই। ভারতের সব জায়গা থেকে বন্ধুত্বের অসংখ্য বার্তা পাওয়ায় ফরাসী জনগণও অভিভূত হয়েছে। তিনি বলেন, আমরা সব সময়ই ভারতের সঙ্গে কথা বলছি। ২০১৫ সালের নবেম্বরে প্যারিস হামলার ঠিক পরই ভারত-ফ্রান্স ওয়ার্কিং গ্রুপ সন্ত্রাস দমন নিয়ে বৈঠকে মিলিত হয়। এটিই ছিল জিহাদী তৎপরতার মুখে আমাদের দৃঢ়সঙ্কল্প প্রদর্শনের শ্রেষ্ঠ পথ। ওলাঁদ পরিমিতিবোধ ও দৃঢ়সংকল্প উভয়ের প্রতিফলন ঘটিয়ে কূটনীতি করায় মোদির প্রশংসা করেন। ফরাসী নেতা বলেন, পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সংলাপে লিপ্ত হতে সম্প্রতি কতগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ফরাসী প্রেসিডেন্ট ও নরেন্দ্র মোদি সোমবার ব্যাপক আলোচনায় মিলিত হবেন। সন্ত্রাসদমন, নিরাপত্তা, বেসামরিক পরমাণু জ্বালানি এবং বাণিজ্য ওই আলোচনায় বিশেষ প্রাধান্য পাবে বলে মনে হয়। ওলাঁদ বলেন, প্রায় ৬০ কোটি রুপীর ফরাসী রাফেল জঙ্গী বিমান চুক্তিটি ‘সঠিক পথেই’ রয়েছে, কিন্তু সেটি তার এ সফরের সময় স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা দেখা যায় না। তিনি বলেন, এ চুক্তির টেকনিক্যাল দিকগুলো নিয়ে মতৈক্য হতে স্পষ্টতই সময় লাগে, কিন্তু আমরা সঠিক পথে রয়েছি। তিনি আরও বলেন, রাফেল ভারত ও ফ্রান্সের জন্য এক বড় প্রকল্প। এটি আগামী ৪০ বছরের জন্য ‘মেক ইন ইন্ডিয়া’সহ এক অভূতপূর্ব শিল্প ও প্রযুক্তি সহযোগিতার পথ সুগম করবে। তিনি উল্লেখ করেন যে, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত-ফ্রান্স সহযোগিতা আমাদের সামরিক অংশীদারির অংশ। এটি আস্থার ওপর প্রতিষ্ঠিতÑ এটি আমাদের উভয় দেশের মধ্যকার খুবই শক্তিশালী আস্থা। ভারত ও ফ্রান্স ৩৬টি রাফেল জঙ্গী বিমান ব্যবহারোপযোগী অবস্থায় পেতে আলোচনা চালিয়ে যাচ্ছে। গত এপ্রিলে মোদির ফ্রান্স সফরকালে ওই চুক্তির বিষয়ে ঘোষণা দেয়া হয়।
×