ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিপ ব্যবসার অংশ বিক্রি করতে চায় তোসিবা

প্রকাশিত: ০৫:২৩, ২৫ জানুয়ারি ২০১৬

চিপ ব্যবসার অংশ বিক্রি করতে চায় তোসিবা

চিপ ব্যবসার একটি অংশ বিক্রি করে দেয়ার পরিকল্পনা করছে জাপান ভিত্তিক প্রযুক্তি কোম্পানি তোশিবা। সম্প্রতি এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, মুনাফার তথ্য জালিয়াতির অভিযোগে সম্প্রতি কোম্পানিকে ১.২ বিলিয়ন ডলার বা প্রায় ৭ হাজার ৯৭৩ কোটি রুপীর লোকসান গুনতে হয়। আর এ ঘাটতি মেটাতে চিপ ব্যবসার একটি অংশ বিক্রি করে দেয়ার পরিকল্পনা করছে তারা। কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ৩ কর্মকর্তা এ বিষয়ে রয়টার্সকে জানিয়েছেন। তবে ব্যবসা বিক্রির বিষয়ে এখনও পরিপূর্ণ কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানান তারা। তোশিবার পক্ষ থেকে বলা হয়েছে, শুরু থেকেই নানা ধরনের প্রযুক্তি পণ্য উৎপাদন করে ব্যবসা করে যাচ্ছে তারা। নিজেদের ব্যবসা ঢেলে সাজানোর অংশ হিসেবেও তারা এমন উদ্যোগ নিতে যাচ্ছে। গত বছর তোশিবা ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার লোকসানের আগাম ঘোষণা দিয়েছিল। -অর্থনৈতিক রিপোর্টার
×