ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রবৃদ্ধি না বাড়লে ৫০ বিলিয়ন ডলারের রফতানি লক্ষ্য অর্জন কঠিন

প্রকাশিত: ০৫:২৩, ২৫ জানুয়ারি ২০১৬

প্রবৃদ্ধি না বাড়লে ৫০ বিলিয়ন ডলারের রফতানি লক্ষ্য অর্জন কঠিন

চলতি অর্থবছরের প্রথমার্ধে রফতানি হয়েছে প্রায় ১ হাজার ৬০৯ কোটি মার্কিন ডলার। এ সময় রফতানি খাত ছিল অনেকটাই পোশাক শিল্পনির্ভর। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ অন্যান্য প্রয়োজনীয় কাঁচামালের দাম কমে যাওয়ায় অর্থ বছরের প্রথম ধাপে বেড়েছে আমদানির পরিমাণ। বিশ্লেষকরা বলছেন, কাঁচামালের কম দামের সুবিধা নিয়ে রফতানি বাড়ানোর এ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে কাক্সিক্ষত প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে। গত অর্থ বছরের রফতানি মন্দা মাথায় রেখে ২০১৫-১৬ অর্থ বছরে ৩ হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার রফতানি লক্ষ্য নির্ধারণ করে সরকার। অর্থ বছরের প্রথম দিকে পোশাক খাতের রফতানি নেতিবাচক হওয়ায় শঙ্কা সৃষ্টি হয় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে। তবে নবেম্বর ও ডিসেম্বরে ঘুরে দাঁড়ায় রফতানি পরিস্থিতি। কিন্তু এ সময় পোশাক খাত ছাড়া অন্যান্য খাতে রফতানি প্রবৃদ্ধি খুব একটা বাড়েনি। -অর্থনৈতিক রিপোর্টার
×