ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তেল উৎপাদনকারী দেশগুলোর ব্যয় সঙ্কোচন নীতি

প্রকাশিত: ০৫:২২, ২৫ জানুয়ারি ২০১৬

তেল উৎপাদনকারী দেশগুলোর ব্যয় সঙ্কোচন নীতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্প্রতি বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় তেল উৎপাদনকারী দেশগুলো ব্যয় সঙ্কোচন নীতি নিয়েছে। এসব দেশে বিপুলসংখ্যক বাংলাদেশী শ্রমিক কাজ করায় দেশের জনশক্তি খাতে এর বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আর অভিবাসন বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে প্রবাসী শ্রমিকদের কাজ হারানোর ভয় না থাকলেও নতুন শ্রমবাজার সঙ্কুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলোই বাংলাদেশের জনশক্তি রফতানির প্রধানতম ক্ষেত্র। দীর্ঘদিন সৌদি আরবে জনশক্তি রফতানি বন্ধ থাকলেও সম্প্রতি বাংলাদেশ থেকে জনশক্তি নেয়ার সিদ্ধান্ত নেয় দেশটি। কিন্তু, সম্প্রতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের অন্যান্য দেশ থেকে পাঠানো রেমিটেন্সে এর প্রভাব পড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। তবে অভিবাসন বিশ্লেষকরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে রেমিটেন্স খাতে তেমন প্রভাব না পড়লেও জনশক্তি রফতানিতে এর প্রভাব পড়বে।
×