ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে আসছে ইইউ পার্লামেন্ট প্রতিনিধি দল

প্রকাশিত: ০৫:১৯, ২৫ জানুয়ারি ২০১৬

নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে আসছে ইইউ পার্লামেন্ট প্রতিনিধি দল

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার, পোশাকশিল্পের কর্মপরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে আসছে তিন সদস্যের ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রতিনিধি দল। আগামী ৯-১১ ফেব্রুয়ারি ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দলের চেয়ারপার্সন জ্যাঁ ল্যাম্বার্টের নেতৃত্বে এই প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা সফর করবেন। এদিকে রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এ্যালিসন ব্লেক। নতুন বছরের শুরুতে ইতোমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা সফর করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের পর এবার ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতীয় নির্বাচনের দুই বছর পেরোনোর পর এখানকার রাজনৈতিক পরিস্থিতি পুনর্মূল্যায়ন করতে চায় বিদেশীরা। এছাড়া পোশাকশিল্পের কর্মপরিবেশ পর্যবেক্ষণ করতে চায় তারা। আর সম্প্রতি এর সঙ্গে যুক্ত হয়েছে নিরাপত্তা পরিস্থিতি। বাংলাদেশে এক জাপানী ও এক ইতালীয় নাগরিক খুন হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি এখন অন্যতম ইস্যু। ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরব রয়েছে। বিশেষ করে বিচারবহির্ভূত হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে আসছে ইউরোপীয় পার্লামেন্ট। এবারও ঢাকা সফরের সময় সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কী কী ব্যবস্থা নেয়া হয়েছে, সেটাও পর্যবেক্ষণ করবে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। ঢাকা সফরকালে সরকারের একাধিক মন্ত্রী, সরকারী কর্মকর্তা, সুশীল সমাজ ও পোশাকশিল্পের শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। জ্যাঁ ল্যাম্বার্টের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগামী ১০ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে। এছাড়া ঢাকা সফরের সময় প্রতিনিধি দলের সফরসূচী চূড়ান্তের কাজ চলছে। এদিকে রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এ্যালিসন ব্লেক। ঢাকায় আসার পর পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে এ্যালিসন ব্লেকের এটাই প্রথম বৈঠক।
×