ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৫ দিন পর কর্মবিরতি স্থগিত করলেন চট্টগ্রামের চিকিত্সকরা

প্রকাশিত: ২৩:৫০, ২৪ জানুয়ারি ২০১৬

৫ দিন পর কর্মবিরতি স্থগিত করলেন চট্টগ্রামের চিকিত্সকরা

অনলাইন রিপোর্টার ॥ অবশেষে মেয়রের আশ্বাস পেয়ে টানা পাঁচ দিনের কর্মবিরতি স্থগিত করেছেন চট্টগ্রামের চিকিৎসকরা। রবিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আল বীর উত্তম মিলনায়তনে বিএমএ চট্টগ্রাম শাখার এক প্রতিবাদ সমাবেশ থেকে সংগঠনের সভাপতি ডা. মুজিবুল হক খান এ ঘোষণা দেন। তিনি বলেন, সম্মানজনক সমাধানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের আশ্বাসের প্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি সাময়িক স্থগিত করছি। আগামী সাত দিনের মধ্যে মেয়রসহ সাংবাদিক ও বিএমএ নেতারা মিলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ‘সার্জিস্কোপে’ গত ১০ জানুয়ারি সন্তান জন্ম দিয়ে মারা যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র ছোট ভাই খায়রুল বশরের মেয়ে মেহেরুন্নেসা রীমা (২৫)। চিকিৎসকের অবহেলায় রীমার মৃত্যু হয়েছে অভিযোগ করে ওইদিন রাতে সার্জিস্কোপ হাসপাতাল ভাংচুর করে তার স্বজনরা। রীমার বাবা খায়রুল বশর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক শামীমা সিদ্দিকী রোজি ও তার স্বামী মাহবুবুল আলমের বিরুদ্ধে মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে অভিযোগও করেন। আদালত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করতে পাঁচলাইশ থানার ওসিকে নির্দেশ দিয়েছে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে ‘প্রাইভেট প্র্যাকটিস’ ও চেম্বার বন্ধ রেখে বুধবার থেকে ধর্মঘট শুরু করে চিকিৎসকদের সংগঠন বিএমএ’র চট্টগ্রাম শাখা। তাদের এ কর্মসূচির কারণে নগরীর বেসরকারি হাসপাতালগুলোতে এসে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয় রোগীদের। এ পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুলোতে ভিড় বাড়ায় সেখানেও সেবা বিঘ্নিত হয়।
×