ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ সংসদ আবার বসছে

প্রকাশিত: ০৮:৪৬, ২৪ জানুয়ারি ২০১৬

আজ সংসদ আবার বসছে

সংসদ রিপোর্টার ॥ তিনদিন বিরতির পর দশম জাতীয় সংসদের নবম অধিবেশন আজ রবিবার থেকে শুরু হচ্ছে। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের দেয়া ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা আজ থেকেই শুরু হবে। বিকেল সাড়ে চারটায় অধিবেশন বসবে। চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। গত বুধবার নতুন বছরের প্রথম অধিবেশনে সাংবিধানিক বিধান অনুযায়ী রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। ভাষণে তিনি বর্তমান সরকারের উন্নয়ন, সাফল্য ও দেশের অগ্রগতির বিষয়গুলো তুলে ধরেন। আজ বিকেলে অধিবেশন শুরুর পর ওই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করবেন চীফ হুইপ আ স ম ফিরোজ। পরে সাধারণ আলোচনা শুরু হবে। সাধারণ আলোচনা শেষে সংসদে সরাসরি ভোটে ওই প্রস্তাবটি পাস করা হবে। এবার কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে ধন্যবাদ প্রস্তাবের ওপর ৪৫ ঘণ্টা সাধারণ আলোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বছর ওই প্রস্তাবের ওপর সরকারী দল আওয়ামী লীগ ও বিরোধী দল জাতীয় পার্টির ২৩৬ সংসদ সদস্য প্রায় ৬০ ঘণ্টা আলোচনা করেন। বিগত সংসদ নির্বাচনে অংশ না নেয়ায় ২০১৪ সালের ২৯ জানুয়ারি বিএনপি-জামায়াতকে ছাড়াই দশম সংসদের যাত্রা শুরু হয়। অতীতে সংসদ অধিবেশনে বিরোধী দলগুলোর গড় উপস্থিতি ও সংসদ বর্জন নিয়ে নানান আলোচনা ও সমালোচনা ছিল। তবে জাতীয় পার্টি বিরোধী দল হওয়ার পর দলটির সংসদ সদস্যরা নিয়মিতই অধিবেশনে উপস্থিত থাকেন। যে কোন বিষয়ে আলোচনাতেও এবারের বিরোধী দল সরব। এবার বছরের প্রথম অধিবেশনের প্রথম দিনেও সরকার ও বিরোধী দলের সদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এর আগে সংসদের ৮টি অধিবেশনে বিভিন্ন ইস্যুতে আলোচনা ছাড়াও ৪৮টি আইন পাস হয়েছে। জানা গেছে, এবারে অধিবেশনে উত্থাপনের জন্য সোমবার পর্যন্ত ১১টি বিলের নোটিস পাওয়া গেছে। এর মধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের পারিতোষিক ও ভাতা বাড়াতে কয়েকটি বিল রয়েছে। এছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগ, নৌবাহিনী সংক্রান্ত কয়েকটি বিল রয়েছে।
×