ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত

মার্চে বিএনপির জাতীয় কাউন্সিল

প্রকাশিত: ০৮:০০, ২৪ জানুয়ারি ২০১৬

মার্চে বিএনপির জাতীয় কাউন্সিল

স্টাফ রিপোর্টার ॥ আগামী মার্চের মধ্যে বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে মার্চের কোন তারিখে কোথায় কাউন্সিল হবে তা জানা যায়নি। শনিবার রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দলের কাউন্সিল করার সিদ্ধান্ত হয়। এছাড়া আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। স্থায়ী কমিটির ওই বৈঠকে জ্বালানি তেলের দাম কমানো দাবি করা হয়েছে। একই সঙ্গে অবসরে যাওয়ার পরও বিচারপতিদের রায় লেখা নিয়ে প্রধান বিচারপতির সাম্প্রতিক মন্তব্য নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকের ফাঁকে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বৈঠকে আগামী মার্চ মাসের মধ্যে ঢাকায় জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। তারিখ ও ভেন্যু পরবর্তীতে জানানো হবে। গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠক চলাকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জ্বালানি তেলের মূল্য হ্রাসের দাবি জানিয়ে বলেন, সারাবিশ্বে জ্বালানি তেলের মূল্য হ্রাস পেলেও বাংলাদেশে মূল্য কমেনি। ভারতসহ আমাদের পার্শ্ববর্তী অনেক দেশেই মূল্য হ্রাস করা হয়েছে। আমরা দ্রুত জ্বালানি তেলের মূল্য কমানোর জোর দাবি জানাচ্ছি। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে নয়টার দিকে বৈঠক শুরু হয়। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ। প্রসঙ্গত বিএনপির সর্বশেষ পঞ্চম কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের ৮ ডিসেম্বর। তিন বছর পর পর কাউন্সিল অনুষ্ঠানের কথা থাকলেও সাত বছরের মাথায় দলটির ষষ্ঠ কাউন্সিল হচ্ছে। সর্বশেষ কাউন্সিলে বিএনপির শীর্ষ নেতৃত্বে কোন পরিবর্তন আসেনি, ১৯৮৩ সাল থেকে দলটির চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন খালেদা জিয়া।
×