ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১০ রাজ্যে জরুরী অবস্থা

শতবর্ষের ভয়াবহ তুষার তাণ্ডবের কবলে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৭:৫৫, ২৪ জানুয়ারি ২০১৬

শতবর্ষের ভয়াবহ তুষার তাণ্ডবের কবলে যুক্তরাষ্ট্র

আব্দুল মালেক, নিউইয়র্ক থেকে ॥ একশ’ বছরের মধ্যে ভয়াবহ তুষারতাণ্ডবের বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। একটানা ভারি তুষারপাতে রাজধানী ওয়াশিংটন ডিসি ও পার্শ্ববর্তী মেরিল্যান্ড, ভার্জিনিয়া থেকে ফিলাডেলফিয়া নিউ জার্সি এবং নিউইয়র্ক স্টেট পর্যন্ত যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের সাড়ে আট কোটি মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মারাত্মক এমন তুষারঝড়ের ফলে সড়ক দুর্ঘটনায় রাজধানী ডিসিতে প্রাণহানি ঘটেছে নয় জনের। কেবল নিউইয়র্ক সিটিতে সড়ক দুর্ঘটনা ঘটেছে দু’শ’রও বেশি। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১০ স্টেটে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। রাজধানীতে শনিবার সকাল (বাংলাদেশ সময় রাত নয়টা) পর্যন্ত যে অবিরাম তুষারপাত ঘটে চলেছে তার পরিমাণই এক ফুটের বেশি। ধারণা করা হচ্ছে এ পরিমাণ হবে দুই ফুটেরও বেশি যেটা ১৯২২ সালের তুষারপাতের সর্বোচ্চ রেকর্ডটি ছাড়িয়ে যেতে পারে। হোয়াইট হাউস ও ওয়াশিংটন মনুমেন্ট আবৃত হয়ে গেছে শ্বেত শুভ্র তুষারের কণায়। সেগুলো দেখতে অপূর্ব সৌন্দর্য ম-িত কিন্তু এর বিপজ্জনক দিকটিও আছে। নিউইয়র্ক সিটি মেয়র ডি ব্লাজিও অল্প কিছুক্ষণ আগে (বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে দশটা) এক সংবাদ সম্মেলনে বলেন, বিপদের সম্ভাবনায় নগরে ট্রানজিট বাস সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া সকল ধরনের চলাচল বন্ধের বিষয়টি নিয়ে স্টেট গবর্নরের সঙ্গে কথা বলে তিনি দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। মেয়র জানান সিটিতে তুষারপাতের পরিমাণ ২০ থেকে ২৫ ইঞ্চি হবে আশঙ্কা রয়েছে এবং যেটি অতিক্রম করতে যাচ্ছে ১৮৬৯ সালের রেকর্ড। তিনি আরও জানান, বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৫৫ মাইল। নিউইয়র্ক সিটির সকল পাবলিক লাইব্রেরি, চিড়িয়াখানা, ব্রড ওয়ে শো ইত্যাদি আজ বন্ধ থাকবে। এছাড়া জেএফকে ও লাগোর্ডিয়ার শত শত ফ্লাইট বাতিলের কারণে দুর্ভোগের সম্মুখীন হয়েছেন হাজার হাজার যাত্রী। নিউইয়র্ক ও নিউ জার্সির লাখ লাখ গ্রাহক বিদ্যুত বিচ্ছিন্ন। ইতিপূর্বে নিউইয়র্ক স্টেটের গবর্নর মারিও ক্যুমো তার স্টেটে জরুরী অবস্থা ঘোষণা করার পর অপর এক সংবাদ সম্মেলনে (বাংলাদেশ সময় রাত নয়টা) বলেন, শনিবার পূর্ণ চন্দ্র হবার কারণে বন্যার দুর্ভাবনাটিও যুক্ত হয়েছে এই সঙ্গে। তিনি বলেন, জরুরী অবস্থা ঘোষিত বিপর্যস্ত নিউ জার্সির সঙ্গে মাস ট্রানজিট বন্ধ করে দেয়া হয়েছে। নিউইয়র্ক সিটি মেয়র সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন এত ভয়বাহতার মধ্যেও মাদার নেচার আমাদের অনুগ্রহ করেছেন কারণ আজ দিনটা শনিবার। আরও খবর ৫-এর পাতায়
×