ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিদায় ইভানোভিচের

জয় কারবার-আজারেঙ্কার

প্রকাশিত: ০৬:২০, ২৪ জানুয়ারি ২০১৬

জয় কারবার-আজারেঙ্কার

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় পর্বে জয়ের দেখা পেয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, একাটেরিনা মাকারোভা এবং এ্যাঞ্জেলিক কারবারের মতো তারকারা। শনিবার দারুণ জয়েই টুর্নামেন্টের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে তারা। তবে তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েছেন আনা ইভানোভিচ এবং দুর্দান্ত ফর্মে থাকা গারবিন মুগুরুজা। সার্বিয়ান তারকা ইভানোভিচকে হারান ম্যাডিসন কেইস। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় বাছাই মুগুরুজাকে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছেন চেকপ্রজাতন্ত্রের অখ্যাত বারবোরা স্ট্রিকোভা। অস্ট্রেলিয়ান ওপেনের দুইবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা। কিন্তু মাঝের দুই মৌসুমে নিষ্প্রভ ছিলেন তিনি। চোট আর ফর্মহীনতার কারণে গত দুটি মৌসুমে কোর্টেই দেখা যায়নি বেলারুশ সুন্দরীকে। তবে নতুন মৌসুমে নতুন উদ্যমে শুরু করেছেন আজারেঙ্কা। নতুন বছরের প্রথম টুর্নামেন্ট ব্রিসবেনে শিরোপা জিতেই অভিযান শুরু করেন তিনি। ব্রিসবেনে ট্রফি জিতে আজারেঙ্কা ফেবারিট হিসেবেই অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে নামেন। খেলছেনও দুর্দান্ত। শনিবার তৃতীয় রাউন্ডের ম্যাচেও পাত্তা পায়নি প্রতিপক্ষ। মাত্র ৫৬ মিনিটের লড়াই ভিক্টোরিয়া আজারেঙ্কা ৬-১ এবং ৬-১ গেমে হারান জাপানের নাওমি ওসাকাকে। দুই বছর ইনজুরিতে ভোগার পরও এভাবে কোর্টে লড়াই প্রদর্শন করতে পেরে দারুণ সন্তুষ্ট আজারেঙ্কা। এ বিষয়ে ২৭ বছর বয়সী এই বেলারুশ সুন্দরী বলেন, ‘এখানে যেভাবে খেলছি তাতে আমি খুবই আনন্দিত। আমি ম্যাচ বাই ম্যাচ আমার খেলার উন্নতি করতে চাই। কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমাকে আরও কাজ করতে হবে।’ টুর্নামেন্টের ১৪তম বাছাই আজারেঙ্কা শেষ ষোলোতে মুখোমুখি হবেন বারবোরা স্ট্রিকোভার। যিনি স্পেনের গারবিন মুগুরুজাকে হারিয়ে শেষ চতুর্থ রাউন্ডের টিকেট নিশ্চিত করেন। এর আগে ৩৮ বার গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে লড়াই করে মাত্র একবার তৃতীয় পর্বের বাধা পেরুতে পেরেছিলেন চেক তারকা। এবার টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকা মুগুরুজাকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেন তিনি। যে কারণে স্বাভাবিকভাবেই হতাশ মুগুরুজা। ম্যাচ শেষে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘সুস্পষ্টভাবেই আমার সেরাটা দিতে পারিনি। আমি মনে করি আজকের দিনটা আমার জন্য খুবই বাজে একটা দিন। তবে বারবোরা খুবই ভাল খেলেছে। আমি আমার সেরাটা ঢেলে দিতে পারিনি।’ শনিবার দিনের অন্যান্য ম্যাচে জার্মান তারকা এ্যাঞ্জেলিক কারবার ৬-১ এবং ৬-৩ গেমে হারান আমেরিকার ম্যাডিসন ব্রেঞ্জলকে। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠার পথে তার প্রতিপক্ষ এখন আরেক জার্মান খেলোয়াড় এ্যানিকা বেক। অল-জার্মানির ফাইনাল নিয়ে দারুণ উচ্ছ্বাসিত কারবার। এ বিষয়ে তিনি বলেন, ‘অল জার্মানির ম্যাচ মানে অসাধারণ এক খেলা। জার্মানিরই যে কোন একজন পরের রাউন্ডে জায়গা করে নিবে। এছাড়া রাশিয়ান তারকা একাটেরিনা মাকারোভা ৬-৩ এবং ৬-২ গেমে হারান চেকপ্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভাকে। ফেবারিট হিসেবেই কোর্টে নেমেছিলেন আনা ইভানোভিচ। কিন্তু তৃতীয় পর্বের দ্বিতীয় সেট শেষ হতেই অসুস্থ হয়ে পড়েন তার কোচ এ্যান্ডি মারের শ্বশুর নাইজেল সিয়ার্স। যে কারণে তাদের ম্যাচ স্থগিত করা হয়। কিন্তু দীর্ঘ সময় স্থগিত থাকার পর ঘুরে দাঁড়ান ইভানোভিচ। প্রথম সেট হারলেও দ্বিতীয় সেটে দারুণ জয় তুলে নেন তিনি। কিন্তু তিন নাম্বার সেটে আবারও হার মানেন সার্বিয়ান তারকা। যে কারণে শেষ পর্যন্ত পরাজয় নিয়েই কোর্ট ছাড়তে হয় তাকে। এদিকে দুরন্ত গতিতে ছুটে চলেছেন সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি। বর্তমান টেনিসে নারীদের দ্বৈতে প্রায় অপ্রতিরোধ্য এই ইন্দো-সুইস জুটি। দারুণ জয়েই অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন তারা। দ্বিতীয় রাউন্ডে সানিয়া-হিঙ্গিস জুটি হারান ইউক্রেনের লাইদমাইলা এবং নাদিয়া কিচেনক জুটিকে। সরাসরি সেটে জয় পাওয়া সানিয়া-হিঙ্গিস জুটি তৃতীয় রাউন্ড নিশ্চিত করতে কোর্টে লড়েছেন মাত্র ৬৩ মিনিট। নারীদের ডাবলসের এক নাম্বার জুটি ইউক্রেনিয়ান জুটিকে ৬-২ এবং ৬-৩ গেমে হারান। ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা এবং সুইস তারকা মার্টিনা হিঙ্গিস জুটি এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে টানা ৩২ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখলেন।
×