ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পঞ্চদশ সংশোধনী রাজনীতিতে গভীর সঙ্কট সৃষ্টি করেছে ॥ মির্জা ফখরুল

প্রকাশিত: ০৫:৩৫, ২৪ জানুয়ারি ২০১৬

পঞ্চদশ সংশোধনী রাজনীতিতে গভীর সঙ্কট সৃষ্টি করেছে ॥ মির্জা ফখরুল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৩ জানুয়ারি ॥ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পঞ্চদশ সংশোধনী রায়ের ভিত্তিতে রাজনীতিতে গভীর সঙ্কট সৃষ্টি হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে। তিনি শনিবার বেলা ১১টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ এখন বিপন্ন। এখানে গণতন্ত্র নির্বাসিত, নেই বাকস্বাধীনতা ও সংগঠন করার স্বাধীনতা। দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে গেছে। কৃষি উপকরণের দাম বাড়লেও পণ্যের ন্যায্য দাম না পাওয়ায় কৃষক আজ কৃষিপণ্য উৎপাদনে আগ্রহ হারাচ্ছে। মির্জা ফখরুল আওয়ামী লীগকে উদ্দেশ করে তাদের মিথ্যাচার ও গু-ামির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান। এ সময় নবনির্বাচিত পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, সদর উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, আনোয়ার হোসেন লাল ও তারেক আদনান প্রমুখ উপস্থিত ছিলেন। দলীয় কর্মীদের আগামী ফেব্রুয়ারিতে প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার কাউন্সিল করার নির্দেশ দেন মির্জা ফখরুল। বিএনপির উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা এবং প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের কাউন্সিল শেষে দ্রুত জেলা বিএনপির সম্মেলন করার জন্য নেতাকর্মীদের তাগাদা দেন ফখরুল। পরে তিনি ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করেন।
×