ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে গ্যাস সঙ্কট

জাতীয় গ্রীড থেকে সরবরাহ বৃদ্ধির আহ্বান চিটাগাং চেম্বারের

প্রকাশিত: ০৫:৩৫, ২৪ জানুয়ারি ২০১৬

জাতীয় গ্রীড থেকে সরবরাহ বৃদ্ধির আহ্বান চিটাগাং চেম্বারের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীতে গ্যাসের সঙ্কট প্রকট আকার ধারণ করেছে। শিল্প এলাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন, আবাসিক এলাকায় জ্বলছে না রান্নার চুলা। এ সঙ্কট উত্তরণে দৃশ্যমান কোন পদক্ষেপ নেই। দিনের পর দিন এভাবে চলতে থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন নাগরিকরা। এমতাবস্থায় গ্যাস সঙ্কট নিরসনে জাতীয় গ্রীড থেকে সরবরাহ বৃদ্ধির জন্য জ্বালানি উপদেষ্টা, বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং পেট্রোবাংলার চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছে চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি। শনিবার এক জরুরী পত্রের মাধ্যমে এই আহ্বান জানানো হয়। চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও পেট্রোবাংলা চেয়ারম্যান ইশতিয়াক আহমেদের কাছে পাঠানো পত্রে উল্লেখ করেন, বিরাজমান গ্যাস সঙ্কটের কারণে চট্টগ্রামে শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং বিদেশী ক্রেতাদের আদেশ মোতাবেক পণ্য রফতানি বাধাগ্রস্ত হচ্ছে। তাছাড়া মহানগরীর গ্যাসনির্ভর হাজার হাজার বাসাবাড়ি, রেস্তরাঁ এবং খাবারের দোকানে গ্যাসের অভাবে রান্না করা যাচ্ছে না। গ্যাসের অভাবে রাউজান তাপবিদ্যুত ও শিকলবাহা কেন্দ্রে উৎপাদন করা যাচ্ছে না। চেম্বার সভাপতি আরও উল্লেখ করে বলেন, চট্টগ্রামে বছরের পর বছর চাহিদার তুলনায় প্রায় অর্ধেক গ্যাস সরবরাহের কারণে শিল্পায়ন বন্ধ রয়েছে। চলমান শিল্প কারখানাগুলোর অবস্থাও নাজুক। রেশনিংয়ে মাধ্যমে কেজিডিসিএল কোন প্রকারে পরিস্থিতি সামাল দিয়ে আসছিল। গ্যাসের সরবরাহ কম হওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরের আবাসিক এবং শিল্পসহ সর্বক্ষেত্রে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ইতোপূর্বে বিভিন্ন সময়ে এ অঞ্চলের গ্যাস সঙ্কটের বিষয়টি সুরাহাকল্পে যথাযথ কর্তৃপক্ষের বরাবরে বার বার পত্র দেয়ার পরও পরিস্থিতির আশানুরূপ অগ্রগতি হয়নি। তিনি দেশের বাণিজ্যিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু ও দ্বিতীয় বৃহত্তম মহানগরীর ৫০ লক্ষাধিক অধিবাসী এবং শিল্পোদ্যোক্তাদের নাজুক অবস্থা বিবেচনা করে জরুরীভিত্তিতে জাতীয় গ্রীড হতে চট্টগ্রামে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও পেট্রোবাংলা চেয়ারম্যানের পদক্ষেপ কামনা করেন।
×