ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সৌদিতে তিন মাসে আনসারুল্লাহ বাংলাটিমের সদস্যসহ ৬০ হাজার গ্রেফতার

প্রকাশিত: ০৫:৩৪, ২৪ জানুয়ারি ২০১৬

সৌদিতে তিন মাসে আনসারুল্লাহ বাংলাটিমের সদস্যসহ ৬০ হাজার গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ আইন লঙ্ঘন ও অনৈতিক কর্মে যুক্ত থাকার অভিযোগে সৌদি আরবের জেদ্দায় গ্রেফতার হওয়া ৬০ হাজার নারী-পুরুষের বেশিরভাগই রোহিঙ্গা বলে জানা গেছে। এদের বিরুদ্ধে চুরি, মদ প্রস্তুত, ছিনতাই, গাড়ি চুরি, প্রতারণা, শ্রম আইন লঙ্ঘন, ব্যবসা লুকানো বা নকল করা, অনুমতিবিহীন দোকান ও বিভিন্ন অনৈতিক কর্মকা- চর্চার অভিযোগ আনা হয়েছে। চলতি হিজরী বছরের প্রথম মাস মহররম থেকে মাত্র তিন মাসে সৌদি পুলিশ ৬০ হাজারেরও বেশি অপরাধী গ্রেফতার করেছে। এরা বাংলাদেশের ভুয়া ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট বানিয়ে সৌদি আরবে গমন করেছে। এদের মধ্যে আরএসও জঙ্গী এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য থাকতে পারে বলে সূত্রটি দাবি করেছে। বাংলাদেশী দাবিদার ওসব ব্যক্তিদের (রোহিঙ্গা) সৌদি সরকারের আইন অনুসারে বিচার শেষে দেশে পাঠিয়ে দেয়ার সময় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার দাবি জানিয়েছেন সৌদিতে অবস্থানকারী বাংলাদেশীর অনেকে। সূত্র আরও জানায়, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে প্রবাসীর অজুহাতে অবস্থান করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারল্লাহ বাংলাটিমের সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে তারা। বিশেষ করে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও পাকিস্তানে তাদের নেতারা অবস্থান করছে। পাকিস্তানে অবস্থানকারী ইজাজ হোসেন নামে এক ভয়ঙ্কর জঙ্গী নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহর প্রধান আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। জঙ্গী নেতারা ইন্টারনেট, ই-মেইলের মাধ্যমে জঙ্গীপনার নেতৃত্ব দেন বলে আভাস দিয়েছে সূত্রটি। জেদ্দার একটি সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ৬০ হাজার ব্যক্তির মধ্যে ১৯ জনকে ফৌজদারি অপরাধ, ৫৯ হাজারকে আবাসিক আইন লঙ্ঘন এবং ১ হাজার ১৪৯ জনের বিরুদ্ধে ভিক্ষাবৃত্তির অভিযোগ আনা হয়েছে।
×