ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তুষার ঝড়ের প্রভাবে

প্রকাশিত: ০৫:৩৩, ২৪ জানুয়ারি ২০১৬

তুষার ঝড়ের প্রভাবে

ভয়াবহ তুষার ঝড়ের আঘাত হানার আশঙ্কায় অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জীবনযাত্রা। পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতিমূলক ব্যবস্থা। রাস্তাঘাট ও দোকানপাটগুলো জনশূন্য হয়ে পড়েছে। হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসির একটি শপিং মলের তাকগুলো শুক্রবার একদম খালি পড়ে থাকতে দেখা যায়। এবার রেকর্ড পরিমাণ দুই ফুট বা তার চেয়েও বেশি তুষার পড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। উপকূলীয় নিম্নচাপের প্রভাবে ঘণ্টায় ৫০ মাইল বেগে শীতল বাতাস বয়ে যায়। সড়ক পিচ্ছিল থাকায় সড়ক দুর্ঘটনার হিড়িক পড়ে। কেবলমাত্র ভার্জিনিয়া অঙ্গরাজ্যেই ২৪ ঘণ্টায় ৯৮৯টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। অন্তত ৮শ’টি যান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার নথিভুক্ত করেছে কর্তৃপক্ষ। -এএফপি
×