ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদা বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছেন ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৩২, ২৪ জানুয়ারি ২০১৬

খালেদা বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছেন ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শনিবার সকালে সিরাজগঞ্জ সরকারী কলেজের আন্তঃবিভাগ ফুটবল খেলার উদ্বোধন করে বলেছেন, ২০১৯ সালে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ব্যালটের মাধ্যমে নৌকা ও ধানের শীষ প্রতীকের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। সেই খেলায় জনগণ জঙ্গী দমনে সার্থক, উন্নয়নের নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নৌকাকেই ফের বিজয়ী করবে। এ দেশের মানুষ জঙ্গীবাদের উত্থান, পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যাসহ মানবতাবিরোধী রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। বিগত পৌরসভা নির্বাচনে তার প্রমাণ মিলেছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া এখন বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে মন্তব্য করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী আগামী তিন বছরে সিরাজগঞ্জ শহরকে আধুনিক শহরে হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে কলেজের শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবন গড়ে খেলাধুলার পাশাপাশি পড়ালেখার প্রতিও গুরুত্বারোপ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, মোস্তফা কামাল খান, অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, অধ্যক্ষ মনোয়ার হোসেন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, আব্দুল হাকিম, জিহাদ আল ইসলামসহ কলেজের শিক্ষকম-লী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও অধ্যাপক ডা. মুন্না এমপি কলেজ ক্যাম্পাসে পৌঁছলে বিএনসিসি ও রোভার স্কাউট দল তাদের সালাম এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে স্বাস্থ্যমন্ত্রী এনায়েতপুরে পীর সাহেব হযরত খাজা ইউনুছ আলীর মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে আসা উল্লাপাড়া, বেলকুচি ও এনায়েতপুর থানা আওয়ামী লীগর নেতাকর্মীদের উদ্দেশে নাসিম বলেন, আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতায় দেশ আজ অনেক এগিয়ে গেছে। ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। শেখ হাসিনার এই অর্জন ধরে রাখতে হবে। কোনভাবেই তা ব্যর্থ হতে দেয়া যাবে না। তিনি বিএনপির কঠোর সমালোচনা করে আরও বলেছেন, বিএনপি নেত্রী জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে জনগণের কাছে পরাজিত হয়ে এখন বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। নাসিম স্পষ্ট করে বলেন, ক্ষমতায় যেতে হলে অতীতের ভুল স্বীকার করে জনগণের কল্যাণে কাজ করতে হবে। সরকারের সব উন্নয়ন কর্মকা-ে সহযোগিতা করতে হবে। তবেই জনগণ বুঝবে তারা শুধরিয়েছে, তিন বছর পর ২০১৯ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে ব্যালটের মাধ্যমে। ওই নির্বাচনেও জনগণ উন্নয়নের পক্ষে রায় দেবে। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল জনগণের রায় মেনে নেবে। এর আগে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না বলে তিনি মন্তব্য করেন। এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মীর শহিদুল ইসলাম পুন্নুু, উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবীব, বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, এনায়েতপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ বজলুর রশিদ ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ।
×