ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আপডেট হচ্ছে এ্যাপল ওয়াচ

প্রকাশিত: ০৫:২৭, ২৪ জানুয়ারি ২০১৬

আপডেট হচ্ছে এ্যাপল ওয়াচ

মার্কিন টেক জায়ান্ট এ্যাপল নিজস্ব স্মার্টওয়াচ এ্যাপল ওয়াচে নতুন ডিজাইনের রিস্টব্যান্ড আসছে বলে প্রযুক্তিপণ্যের বাজারে শোনা যাচ্ছে জোর গুজব। বলা হচ্ছে, মার্চ মাসেই নতুন ডিজাইনের রিস্টব্যান্ডের পাশাপাশি ওয়াচ ওএস ২.২ সফটওয়্যার আপডেটও উন্মুক্ত করবে এ্যাপল। এ্যাপল পণ্যবিষয়ক সাইট নাইনটুফাইভ ম্যাকের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভুল করে ‘মিলানিজ লুপ’ রিস্টব্যান্ডের কালো সংস্করণের ছবি ও দাম ফাঁস করে দিয়েছির এ্যাপল। ওই প্রতিবেদন অনুযায়ী, নতুন মিলানিজ লুপসহ কয়েকটি নতুন ডিজাইনের রিস্টব্যান্ড মার্চ মাসেই উন্মোচন করবে টেক জায়ান্ট। অন্যদিকে ওয়াচ ওএস ২.২ সফটওয়্যার আপডেটে যোগ হবে কিছু নতুন ফিচার। এর মধ্যে পরিবর্তন আসবে এ্যাপলের নিজস্ব ম্যাপস এ্যাপে এবং একাধিক এ্যাপল ওয়াচের সঙ্গে সিঙ্ক করা যাবে আইফোন। তবে দ্বিতীয় প্রজন্মের এ্যাপল ওয়াচের জন্য আগ্রহী ক্রেতাদের সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ। চলতি বছর সেপ্টেম্বরে অভিষেক হলে এ্যাপল ওয়াচের প্রথম সংস্করণটির ঠিক দুই বছর পর বাজারে অভিষেক হবে দ্বিতীয় সংস্করণটির। আইফোনের নতুন সংস্করণটিও এ্যাপল সেপ্টেম্বরেই উন্মুক্ত করবে এমন সম্ভাবনার ওপর জোর দিয়েছে ভার্জ। -বিডিনিউজ
×