ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় পিকনিকে মদ খেয়ে তিন জনের মৃত্যু ॥ অসুস্থ ৬

প্রকাশিত: ০৫:২৭, ২৪ জানুয়ারি ২০১৬

নওগাঁয় পিকনিকে মদ খেয়ে তিন জনের মৃত্যু ॥ অসুস্থ ৬

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ জানুয়ারি ॥ বদলগাছিতে পিকনিকের পর বিষাক্ত মদ খেয়ে চাচাÑভাতিজাসহ তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে এই তিনজনের মৃত্যু হয়। জানা গেছে, বদলগাছির নূরপুর ও এনায়েতপুর গ্রামের কয়েক যুবক বিদেশী মেয়াদোত্তীর্ণ মদ সংগ্রহ করে বৃহস্পতিবার সন্ধ্যায় বদলগাছির এনায়েতপুর হাটে পিকনিকের আয়োজন করে। পিকনিকে তারা ওই মদ এবং গরুর মাংস খায়। রাতে তারা নিজ নিজ বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন শুক্রবার সকাল থেকে ক্রমেই তারা অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার দুপুরের পর পিকনিকে অংশগ্রহণকারী নয়জনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে এনায়েতপুর গ্রামের আজহার আলীর ছেলে সুজন (২৭) ও তসলিমের ছেলে সজলকে (২২) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নূরপুর গ্রামের লকাই ম-লের ছেলে আব্দুল মজিদকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্য ছয়জন বদলগাছির এনায়েতপুর গ্রামের মৃত কুরানু সরদারের ছেলে ছোলাইমান আলী (৫০), হাসেমের ছেলে উজ্জল (৩৫), পুকরা ম-লের ছেলে হোসেন আলী (৩৫), রহমানের ছেলে সুমন (২৬), মোকছেদ আলীর ছেলে মোসলেম উদ্দীন (২৪) ও হেলালের ছেলে সোহেলকে (২৭) নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত নয়টার দিকে ছোলায়মান (৫০) ও হোসেন আলী (৩৫) চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে মারা যায় এবং সোহেলের ভাতিজা আব্দুল মজিদ রাত তিনটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। বাকি ছয়জন এখনও চিকিৎসাধীন রয়েছে। গ্রামবাসী জানায়, ছোলায়মান আলী পিকনিকে বাবুর্চি হিসেবে রান্না করতে গিয়েছিল। শনিবার সকালে বদলগাছি থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি এবং নওগাঁ সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাই লাল সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
×